
এনসিএলের শিরোপা জিতল রংপুর
কোনো হার নেই, আছে দুই জয়! তবুও পয়েন্ট টেবিলে রংপুরকে টপকে শীর্ষে উঠতে পারেনি সিলেট। তাতে হাত ছোঁয়া দূরত্বে থেকেও শিরোপা বঞ্চিত দলটি। অন্যদিকে ৭ ম্যাচে তিন জয় ও এক হারের সঙ্গে তিন ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের করে নেয় রংপুর।






















