আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিএলে ড্রয়ের দিনে মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

এনসিএলে ড্রয়ের দিনে মুশফিকের সেঞ্চুরি
মুশফিকুর রহিম, ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের চতুর্থ দিনে সিলেটের হয়ে মুশফিকুর রহিম ও বরিশালের হয়ে সেঞ্চুরি পেয়েছেন সালমান হোসেন ইমন। দুই সেঞ্চুরির দিনে নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন ঢাকার জিসান আলম। এমন রানবন্যার দিনে অবশ্য বাকি থাকা তিন ম্যাচই হয়েছে ড্র।

বিজ্ঞাপন

কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় দিনে সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন বরিশালের সালমান হোসেন ইমন। বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা না হওয়ায় চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পান ইমন। শেষ পর্যন্ত ১২০ রানে অপরাজিত ছিলেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে ড্র হয়েছে চট্টগ্রাম-বরিশাল ম্যাচ।

কক্সবাজারে অন্য ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ফলোঅনে পড়েছিল রংপুরে। ময়মনসিংহ ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে, ১২৭ রানে অলআউট হয় রংপুর। তাতে ফলোঅনে পড়ে ২ উইকেটে ১১২ রান তুলে ম্যাচ ড্র করে রংপুর।

সিলেটে ঢাকার বিপক্ষে স্বাগতিকদের হয়ে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পান অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ১১৫ রানে ভর করে ২৯০ রানে অলআউট হয় সিলেট। জবাবে, ২ উইকেটে ২২২ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা। ৯৪ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন জিসান আলম। পরে বিনা উইকেটে ১৩ রান তুলে দিনশেষ করে ম্যাচ ড্র করে ঢাকা বিভাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...