এনসিএল টি-টোয়েন্টি

খুলনার তিন রানের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২৩: ১১
তানভীর হায়দার

খুলনা বিভাগের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রংপুর বিভাগের তানভীর হায়দার ক্রিজে টিকে থাকলেন পুরো ইনিংসজুড়ে। ৪৭ বলে খেললেন ৬০ রানের দারুণ ইনিংস। কিন্তু লাভ হলো না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলকে জয় উপহার দিতে পারলেন না। শেষ ওভারের রোমাঞ্চ শেষে এনসিএল টি-টোয়েন্টিতে আজ তানভীরের রংপুরকে ৩ রানে হারিয়েছে খুলনা।

বিজ্ঞাপন


একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে মাহমুদুল হাসানের হার না-মানা ফিফটিতে (৭৮*) বরিশাল বিভাগকে আট উইকেটে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগ। শুরুতে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটের বিনিময়ে ১২৮ রানের পুঁজি গড়ে বরিশাল। দলীয় স্কোরে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান যোগ করেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। ওয়ান ডাউনে নামা ফজলে মাহমুদ করেন ২৬ রান। মাহমুদুলের হাফ সেঞ্চুরিতে ১৬.৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই ১৩৩ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা বিভাগ-রংপুর বিভাগ


খুলনা বিভাগ : ১৪৯/৪, ২০ ওভার (জিয়াউর ৩৬*, এনামুল ৩৫, মিঠুন ২৫, নাহিদুল ২০*; হাশিম ২/২০, নাসির ১/৭ ও জাহিদ ১/১৮)।
রংপুর বিভাগ : ১৪৬/৬, ২০ ওভার (তানভীর ৬০*, অনিক ২৮, আকবর ১৯; রবিউল ৩/৩২, নাহিদুল ১/১৭, জিয়াউর ১/১৯ ও মৃত্যুঞ্জয় ১/২৭)।
ফল : খুলনা বিভাগ তিন রানে জয়ী।
ম্যাচসেরা : জিয়াউর রহমান।

বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগ
বরিশাল বিভাগ : ১২৮/৭, ২০ ওভার (ইফতি ৩৩, ফজলে ২৬, সোহাগ ১৮*; রানা ৩/২২, মুরাদ ২/১০, রুবেল ১/১৮ ও হাসান ১/২৯)।
চট্টগ্রাম বিভাগ : ১৩৩/২, ১৬.৩ ওভার (মাহমুদুল ৭৮*, সৈকত ২৩*, মুমিনুল ২২; সোহাগ ১/৩০ ও তানভীর ১/৩১)।
ফল : চট্টগ্রাম বিভাগ আট উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহমুদুল হাসান।

বিষয়:

এনসিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত