এনসিএল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আজ জিতেছে খুলনা ও বরিশাল। অন্য ম্যাচ দুটি হয়েছে ড্র। খুলনার ২ উইকেটের ম্যাচে জয়ে নায়ক মাহেদি হাসান ও সৌম্য সরকার। আর বরিশালের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তানভীর ইসলাম।
এনসিএলে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খুলনা ২ উইকেটে জিতেছে। ২৩৭ রানের লক্ষ্যটা তারা ছুঁয়ে ফেলেছে ৮ উইকেটের বিনিময়ে। স্পিনিং অলরাউন্ডার মাহেদি হাসান প্রতিরোধ না গড়লে ম্যাচের ফল উল্টো যেতে পারত। খুলনা একপর্যায়ে ১৪৯ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল। তারকা অলরাউন্ডার মাহেদি হাসান ৪৯ বলে অপরাজিত থেকে যান ৫০ রানে।
নাহিদুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মাহেদি। চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান শিকার করেছেন ৫ উইকেট। ম্যাচসেরা সৌম্য সরকার প্রথম ইনিংসে ৯২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৭১। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এখন খুলনা।
খুলনায় ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী অলআউট হয়েছে ১৯১ রানে। তাতে বরিশাল জয় পায় ৫৪ রানে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।
কক্সবাজারে ড্র হয়েছে রংপুর-সিলেট ম্যাচ। সিলেট ৯ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। তাতে রংপুরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪৯। রংপুর ৪১ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহের পর ড্র মেনে নিয়েছে দুদল। সিলেটের ওপেনার মুবিন আহমেদ করেন ১৪১। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের ইনিংস থামে ৩৮৮ রানে। পরে ময়মনসিংহ ১৭ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল। মাহফিজুল ইসলাম অপরাজিত থেকে যান ৫১ রানে আর মোহাম্মদ নাঈম অজেয় থাকেন ৪৪ রানে।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আজ জিতেছে খুলনা ও বরিশাল। অন্য ম্যাচ দুটি হয়েছে ড্র। খুলনার ২ উইকেটের ম্যাচে জয়ে নায়ক মাহেদি হাসান ও সৌম্য সরকার। আর বরিশালের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তানভীর ইসলাম।
এনসিএলে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খুলনা ২ উইকেটে জিতেছে। ২৩৭ রানের লক্ষ্যটা তারা ছুঁয়ে ফেলেছে ৮ উইকেটের বিনিময়ে। স্পিনিং অলরাউন্ডার মাহেদি হাসান প্রতিরোধ না গড়লে ম্যাচের ফল উল্টো যেতে পারত। খুলনা একপর্যায়ে ১৪৯ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল। তারকা অলরাউন্ডার মাহেদি হাসান ৪৯ বলে অপরাজিত থেকে যান ৫০ রানে।
নাহিদুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মাহেদি। চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান শিকার করেছেন ৫ উইকেট। ম্যাচসেরা সৌম্য সরকার প্রথম ইনিংসে ৯২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৭১। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এখন খুলনা।
খুলনায় ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী অলআউট হয়েছে ১৯১ রানে। তাতে বরিশাল জয় পায় ৫৪ রানে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।
কক্সবাজারে ড্র হয়েছে রংপুর-সিলেট ম্যাচ। সিলেট ৯ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। তাতে রংপুরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪৯। রংপুর ৪১ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহের পর ড্র মেনে নিয়েছে দুদল। সিলেটের ওপেনার মুবিন আহমেদ করেন ১৪১। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের ইনিংস থামে ৩৮৮ রানে। পরে ময়মনসিংহ ১৭ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল। মাহফিজুল ইসলাম অপরাজিত থেকে যান ৫১ রানে আর মোহাম্মদ নাঈম অজেয় থাকেন ৪৪ রানে।

পুরো দিনে ৯০ ওভার ব্যাটিং করে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান! ওভারপ্রতি আয়ারল্যান্ডরা তুলেছে ৩ রান করে। এমন দারুণ বোলিংয়ে আইরিশদের ৩০০ রানের কমে আটকে রাখতে পেরে খুশি হাসান মাহমুদ। পাশাপাশি সিলেটের উইকেট ব্যাটারদের জন্য সুবিধাজনক বলেও জানান তিনি।
৩০ মিনিট আগে
পাকিস্তানের পেসার নাসিম শাহর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেয়ে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করেছে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
৪১ মিনিট আগে
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। তবে উদ্বোধনী ম্যাচে থাকবেন না মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।
১ ঘণ্টা আগে
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এখন কুলসুম আক্তার মনিকে ঘিরে পদকের আশায় আছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান কুলসুম। এ
১ ঘণ্টা আগে