এনসিএল টি-টোয়েন্টির পঞ্চম রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে ব্যাট-বলে জ্বলে ওঠেন রংপুরের অভিজ্ঞ ক্রিকেটার নাসির হোসেন। তাতে জয় পেয়েছে তার দল রংপুর বিভাগ। অন্যদিকে এনামুল হক বিজয়ের ৭২ রানের ইনিংসে ভর করে বরিশালকে হারায় খুলনা বিভাগ। সিলেটে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
মাহমুদুল হাসান জয়-মমিনুল হকরা বড় করতে পারেননি নিজেদের ইনিংস। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন চট্টগ্রামের ইরফান শুক্কুর। রংপুরের হয়ে আব্দুল গফফার সাকলাইন নেন তিন উইকেট। এছাড়া নাসির হোসেন ৩৮ রানে নেন এক উইকেট।
১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নাসিরের ৩২ বলে ৪৩ ও অধিনায়ক আকবর আলীর ১৪ বলে ২৬ রানের ইনিংসে ভর করে ১২ বলে আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর। ব্যাট-বলে আলো ছড়িয়ে ম্যাচসেরা হন নাসির হোসেন।
দিনের অন্য ম্যাচে বরিশাল বিভাগ যেন হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না। খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেন ইফতির ৩৪ ও ফজলে মাহমুদ রাব্বির ৩২ রানে ভর করে ৭ উইকেটে ১৩৭ রানে থামে বরিশালের ইনিংস। খুলনার হয়ে শেখ পারভেজ জীবন নেন দুই উইকেট।
১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেম এনামুল হক বিজয়ের ৭২ ও ইমরানুজ্জামানের ৩০ রানে ভর করে ৮ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়।

