আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিএলে সাদমানের প্রথম সেঞ্চুরি, শুভ্রর হাফসেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

এনসিএলে সাদমানের প্রথম সেঞ্চুরি, শুভ্রর হাফসেঞ্চুরি
সাদমান ইসলাম

এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে চমক দেখিয়েছেন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। আজ বরিশালের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। দিনের অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ফিফটি করে চমক দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার শাকির হোসেন শুভ্র। তার হাফ সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে শুভ্র। সাদমানের সেঞ্চুরিতে বরিশালকে ৯৬ রানের বড় ব্যবধানে হারায় ঢাকা মেট্রো।

বিজ্ঞাপন

দিনের প্রথম ম্যাচে তরুণ ইকবাল হোসেনের ৫০ ও অধিনায়ক আকবর আলীর ২৮ রানে ভর করে ১৪৩ রানে অলআউট হয় রংপুর বিভাগ। জবাবে, শাকির হোসেন শুভ্রর ৪২ বলে ৫২ রানের ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে রাজশাহী। মাঝে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ম্যাচে রংপুরকে ফেরারন আবু হাশিম। প্রথম উইকেট শিকারের পর ওয়াইড দেওয়ায় টানা তিন বলে তিন উইকেট নিয়েও তার নামের পাশে যোগ হয়নি হ্যাটট্রিক। হাশিমের ওই বোলিং তোপের পর শুভ্রর ব্যাটে ভর করে জয় পায় রাজশাহী।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা মেট্রোকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও সাদমান ইসলাম। রবিন ৭৯ ও সাদমান খেলেন ১০১ রানের ইনিংস। তাদের দুজনের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৯৭ রানে থামে ঢাকার মেট্রোর ইনিংস। বড় লক্ষ্যে খেলতে নেমে মারুফ মৃধা ও আবু হায়দার রনির দারুণ বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। বরিশালের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার আজমীর আহমেদ। মেট্রোর হয়ে মারুফ ১৫ রানে নেন তিন উইকেট। রনি ১৫ রানে নেন দুই উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন