এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটে আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া একই দিনে খুলনার হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করেছেন জিয়াউর রহমান। দিনের প্রথম ম্যাচে মাহমুদুল হাসান জয়ের ১১০ রানের ইনিংসে ভর করে সিলেটের বিপক্ষে ৬ উইকেটে ২১৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম বিভাগ।
জবাবে, মোহাম্মদ রুবেলের বোলিংয়ের দারুণ বোলিংয়ে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। রুবেল ১৫ রানে নেন ৪ উইকেট। চট্টগ্রাম পায় ৯৯ রানের জয়।
দিনের অন্য ম্যাচে আফিফ হোসেনের ৪৫ ও মোহাম্মদ মিঠুনের ৪১ রানে ভর করে ৭ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে, জিয়াউর রহমানের বোলিং তোপে ৯ উইকেটে ১৬৯ রানে থামে ঢাকার ইনিংস। জিয়াউর ২৬ রানে নেন ৪ উইকেট। তাতে খুলনা পায় ১৭ রানের জয়।

