ফের এনসিএলের শিরোপা ঘরে তুললো রংপুর

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ১৫
চ্যাম্পিয়ন রংপুরের ক্রিকেটারদের উল্লাস

শুরুর দিকে রংপুরের প্লে অফে খেলা নিয়েই ছিল শঙ্কা। সেই শঙ্কা উড়িয়ে ফাইনালে ওঠা দলটি যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠে শিরোপা নির্ধারণী ম্যাচে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ফাইনালে আজ খুলনাকে হারায় ৮ উইকেটের বড় ব্যবধানে। ফাইনালে খুলনার ছুড়ে দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল আগেই জয় নিশ্চিত করে রংপুর। তাতে তাদের হাতে ওঠে শিরোপা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো রংপুর এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হলো।

বিজ্ঞাপন

সিলেটে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৯ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে খুলনা। আসরজুড়ে দুর্দান্ত খেলা দলটি যেন বড় মঞ্চেই হারিয়ে বসে খেই। ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার ব্যাটে আসে ৩২ বলে ৪৪ রান। এছাড়া ১৩ বলে ২৪ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তাতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৬ রান। রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন ১৫ রানে দুই উইকেট নেন।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে রংপুরের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। জাহিদ আউট হন ২৪ বলে ২৭ রান করে। আরেক ওপেনার নাসির হোসেনের ব্যাটে আসে ৩১ বলে ৪৬ রান। দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের জয়ের সুবাতাস পেতে শুরু করে রংপুর। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী। নাঈম ৩২ বলে ৪০ ও আকবর ১৫ বলে করেন ১৯ রান। খুলনার হয়ে শেখ পারভেজ জীবন ১২ রানে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা : ১৩৬/৮,২০ ওভার (মিঠুন ৪৪, মৃত্যুঞ্জয় ২৪, মামুন ২/১৫)

রংপুর : ১৩৮/২, ১৭ ওভার (নাসির ৪৬, নাঈম ৪০*, জীবন ১/১২)

ফল : রংপুর ৮ উইকেটে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত