এনসিএল টি-টোয়েন্টি

ফাইনালে খুলনার প্রতিপক্ষ রংপুর

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২: ৪৭
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২: ৪৮

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে রংপুর। দিবারাত্রির কোয়ালিফায়ারে আগে ব্যাত করে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে, শেষ বলে জয় নিশ্চিত করে রংপুর।

বিজ্ঞাপন

আগে ব্যাট করতে নেমে তিনে নামা সাদিকুর রহমানের ৪৮ বলে ৫৮ ও অধিনায়ক ইয়াস্যার আলী রাব্বির ২৭ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৬৭ রানের সংগ্রহ পায় বন্দরনগরীর দলটি। রংপুরের হয়ে আনামুল হক ও আলাউদ্দিন বাবু একটি করে উইকেট নেন।


বড় সংগ্রহের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। যোগ করেন ৭৬ রান। জাভেদ ২৮ বলে ৩৫ ও নাসির ৪১ বলে করেন ৫৪ রান।

পরে অধিনায়ক আকবর আলী ২১ বলে খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস। তাতেই মূলত নিশ্চিত হয় রংপুরের জয়। এছাড়া আরেক ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ৯ বলে করেন ১৪ রান। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও মমিনুল হক দুইটি করে উইকেট নেন।

বিষয়:

এনসিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত