এনসিএল টি-টোয়েন্টিতে রংপুর ও চট্টগ্রামের জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৭
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০৭

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে রংপুর ও চট্টগ্রাম বিভাগ। বরিশালকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। রাজশাহীর বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। রংপুরের জয়ে দারুণ বোলিং করেছেন আলাউদ্দিন বাবু। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংয়ে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন


আজ সোমবার সিলেট একাডেমি মাঠে আলাউদ্দিনের বোলিংয়ে ১৯.৩ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় বরিশাল। ৩.৩ ওভার বল করে মাত্র ১৬ রান খরচ করে ৫ উইকেট নেন আলাউদ্দিন। ১০৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলে রংপুর। তিন ম্যাচে রংপুরের এটি প্রথম জয়। ৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে তারা।

সমান ম্যাচে এখনো জয় পায়নি বরিশাল। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নিচে দলটি।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে শাহাদাত হোসেন দিপু ও মুমিনুল হকের সমান ৪৫ রানের দুটি ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে চট্টগ্রাম।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করতে পারে রাজশাহী। তাদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন প্রীতম কুমার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুবেল। ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ, নাঈম হাসান ও মেহেদি হাসান রানা।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর বনাম বরিশাল
বরিশাল : ২০ ওভারে ১০৬/১০ (ফজলে মাহমুদ ২৭, জাহিদুজ্জামান ২২*, রাফসান ১৯; আলাউদ্দিন ৫/১৬, নাসির ২/১৬, হাসিম ১/৪)
রংপুর : ১৩.৩ ওভারে ১০৯/৪ (অনিক ৫৪*, আল মামুন ২৪, আকবর ১৭; তানভীর ৩/২৭, মেহেদি হাসান ১/১৫)

চট্টগ্রাম বনাম রাজশাহী
চট্টগ্রাম : ২০ ওভারে ১৫৫/৬ (শাহাদাত ৪৫, মুমিনুল ৪৫, শুক্কুর ১৬; মেহেরব ২/৩২, পায়েল ২/৩২)
রাজশাহী : ২০ ওভারে ১২৫/৮ (প্রীতম ২২, শান্ত ২১, সাব্বির ২১; রুবেল ৩/২৪, নাঈম ১/২০, হাসান ১/২৯)

বিষয়:

এনসিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত