আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিএল

প্রথম দিনেই নাঈম, মাহফিজুল ও সাদিকুরের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

প্রথম দিনেই নাঈম, মাহফিজুল ও সাদিকুরের সেঞ্চুরি

এনসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের চারটি ম্যাচই আজ আলোকস্বল্পতা আর বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। যে কারণে দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। বাজে আবহাওয়ার দিনেও সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ নাঈম, মাহফিজুল ইসলাম ও সাদিকুর রহমান।

বিজ্ঞাপন

কক্সবাজার একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ১৬৩ বলে ১১১ রানের চমৎকার ইনিংস খেলেছেন ময়মনসিংহ বিভাগের নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে তারকা এই ওপেনারের এটি চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়েছেন নাঈমের সতীর্থ আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। তার ব্যাট থেকে ২২৮ বলে এসেছে ১২৭ রান। ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। উদ্বোধনী জুটিতে দলীয় স্কোরে ২২০ রান যোগ করেন দুজন। তাদের দাপুটে ব্যাটিংয়ে ময়মনসিংহ ৮২ ওভারে ২ উইকেটে সংগ্রহ করেছে ২৮১ রান।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন চট্টগ্রাম বিভাগের সাদিকুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই ওপেনারের তৃতীয় সেঞ্চুরি এটি। ১৭৪ বলে ৫ ছক্কায় ১২২ রান এনে দিয়েছেন সাদিকুর। দ্বিতীয় উইকেটে সাদিকুর ১৪৩ রানের জুটি গড়েছেন মুমিনুল হকের সঙ্গে। শতকের পথে রয়েছেন মুমিনুলও। তারকা এই ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত রয়েছেন ৮৪ রানে। ৭১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন বোলাররা। ম্যাচের প্রথম দিনেই পড়ে গেছে ১৩ উইকেট। খুলনা ৪৪.৫ ওভার ব্যাটিং করে গুটিয়ে গেছে ১২১ রানে। রাজশাহী ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির বাগড়ায় সিলেট একাডেমি মাঠে খেলা শুরু হয়েছে বেলা ১টায়। সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে খেলা হয়েছে মাত্র ৪৩.১ ওভার। ৫ উইকেটে ১২০ রান তুলে দিন শেষ করেছে ঢাকা বিভাগ। মাহিদুল ইসলাম ৩৬ রান নিয়ে ক্রিজে টিকে আছেন। সিলেটের পেসার ইবাদত হোসেন শিকার করেছেন ৩ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন