এনসিএল টি-টোয়েন্টি

মেট্রোকে ৩ উইকেটে হারিয়ে শেষ চারে রংপুর

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ২১: ১৮
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২৩: ৫২

এ জয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে রংপুর বিভাগ। ৭ ম্যাচে ৭ পয়েন্টের পুঁজি নিয়ে চতুর্থ হওয়া রংপুর খেলবে এলিমিনেটরে। বৃহস্পতিবারের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল। এ জয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে রংপুর বিভাগ। ৭ ম্যাচে ৭ পয়েন্টের পুঁজি নিয়ে চতুর্থ হওয়া রংপুর খেলবে এলিমিনেটরে। বৃহস্পতিবারের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগামীকাল।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় সামলে উঠতে না পেরে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রোপলিস। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২০ রান করেন মাহফিজুল ইসলাম। রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু হাসিম, রাফি উজ্জামান রাফি ও জাহিদ জাভেদ।

লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর বিভাগ ব্যাট করেছে মাত্র ১১ ওভার। ৬৬ বল মোকাবিলা করেই তারা জয়ের বন্দরে নোঙর করেছে। তবে ৯৩ রান তুলতে তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সর্বোচ্চ ২৬ রান আসে ম্যাচসেরা জাহিদ জাভেদের ব্যাট ছুঁয়ে। ঢাকা মেট্রোর জার্সি গায়ে দুটি উইকেট নেন রাকিবুল হাসান।

অন্যদিকে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। শুরুতে ব্যাটিংয়ে নেমে বরিশাল ১৮ ওভারে ৫ উইকেটে তোলে ১৪০ রান। ফিফটি হাঁকান ইফতেখার হোসেন ইফতি। জবাবে ১.৫ ওভারে ১ উইকেটে রাজশাহী ১৭ রান তুলতেই বৃষ্টির হানায় ম্যাচ হয়ে পণ্ড।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রোপলিস : ৯০/৮, ২০ ওভার (মাহফিজুল ২০, রাকিবুল ১৪*, তাহজিবুল ১৩, শহীদুল ১১* ও সাদমান ১০; জাহিদ ২/৮, হাসিম ২/১৭ ও রাফি ২/১৯)।

রংপুর বিভাগ : ৯৩/৭, ১১ ওভার (জাহিদ ২৬, আকবর ১৭, মামুন ১৬, নাসির ১১; রাকিবুল ২/৩১, মারুফ ১/১১ ও আইচ ১/২৫)।

ফল : রংপুর বিভাগ ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জাহিদ জাভেদ।

বিষয়:

এনসিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত