আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিএলে বরিশালের জয়

স্পোর্টস রিপোর্টার

এনসিএলে বরিশালের জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে আজ জয় পেয়েছে বরিশাল বিভাগ। কক্সবাজারে ৫ উইকেটে ১২৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ঢাকা বিভাগ। শেষদিনে বরিশালের অধিনায়ক তানভীর ইসলামের দারুণ বোলিং তোপে ১৬৯ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। বরিশালের হয়ে ৬৪ রানে ৭ উইকেট নেন তানভীর। তাতে দলটির জন্য লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। ইফতেখার হোসেন ইফতির দারুণ ফিফটিতে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।

বিজ্ঞাপন

অন্যদিকে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে ৩৮৭ রান নিয়ে দিন শুরু করে ময়মনসিংহ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৫৯ রান তুলে দিন ইনিংস ঘোষণা করে দলটি। পরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৪৪ ও কালাম সিদ্দিকী আলিনের ৩১ রানে ভর করে ৫ উইকেটে ১৪০ রান তোলে খুলনা বিভাগ। পরে ম্যাচে ফল আসার সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন