আনচেলত্তির বার্তা

ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে চাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৩: ৪০

দীর্ঘ কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ছাড়াও জুভেন্টাস, পিএসজি, এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ, নাপোলির মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন কার্লো আনচেলত্তি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। ব্রাজিল দিয়ে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। নতুন চ্যালেঞ্জে সফল হতে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি।

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সবশেষ ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি সেলেকাওরা। সবশেষ ২০২২ বিশ্বকাপে তাদের দৌঁড় থেমেছে কোয়ার্টার ফাইনালে। শেষ ১৪ ম্যাচের মধ্যে হেরেছে পাঁচটিতেই। এমতাবস্থায় জায়ান্টদের পুরনো পথে ফেরাতে চান আনচেলত্তি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্রাজিলের কোচ হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি সব সময় ব্রাজিল দলের সঙ্গে বিশেষ বন্ধন অনুভব করেছি। ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে আমি কাজ করে যাবো।’

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন ম্যাচদুটির জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছেন আনচেলত্তি। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হবে তার।

ব্রাজিলের জন্য দারুণ কিছু করতে সমর্থন চান আনচেলত্তি, ‘সবাই চাচ্ছে ব্রাজিলের হয়ে আমি ভালো কিছু করি এবং দল আমার হাত ধরে বিশ্বকাপ জিতুক। অতীতে আমি দারুণ কিছু করেছি। এজন্য মানুষ চায় আমি আরও ট্রফি জিতি। আমি আশা করব সবাই দলকে সমর্থন করবে। ভালো কিছু করার জন্য সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত