ইংল্যান্ড দলে ডাক পেয়ে বেকারের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৬: ৪৯

গত শুক্রবার (১৫ আগস্ট) দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুটি দলের বিপক্ষে সিরিজেই ডাক পেয়েছেন সনি বেকার। তাতে জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন এই ডানহাতি পেসার।

অভিষেকের আগেই আলোচনায় উঠে এলেন বেকার। দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে নর্দার্ন সুপার চার্জার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ২২ বছর বয়সী এই বোলার। টুর্নামেন্টটিতে চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন বেকার।

বিজ্ঞাপন

বেকারের হ্যাটট্রিকের দিনে ৫৭ রানের জয় তুলে নিয়েছে অরিজিনালস। তাদের করা ১৭১ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় নর্দার্ন। হ্যাটট্রিক করলেও শুরুটা ভালো হয়নি বেকারের। প্রথম ১০ বলে ৪ বাউন্ডারিতে দেন ১৭ রান।

প্রথম উইকেট পেতে ১৫তম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় বেকারকে। স্বদেশী ডেভিড মালানকে বোল্ড করেন তিনি। পরের ওভারের প্রথম ২ বলে টম লজ ও জ্যাকব ডাফিকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তরুণ পেসার।

সব মিলিয়ে ১৭ বলে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বেকার। দ্য হান্ড্রেডের ইতিহাসে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন ইমরান তাহির। ২০২১ সালের আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে এই কীর্তি গড়েন প্রোটিয়া লেগস্পিনার।

২০২৩ সালে একই দলের বিপক্ষে হ্যাটট্রিক করেন সাউদার্ন ব্রেভের টাইমাল মিলস। তৃতীয় বোলার হিসেবে গত বছরের আসরে লন্ডন স্পিরিটের বিপক্ষে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান ওভাল ইনভিন্সিবলসের স্যাম কারান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত