ইসরাইলি হামলায় প্রাণ গেল ইরানি স্বর্ণজয়ী কারাতেকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০০: ০৪
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১: ২৫

ইসরাইলের বর্বরোচিত হামলায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে ইরানে। এই তালিকায় সাধারণ মানুষের মতো আছেন ক্রীড়াবিদরাও। দেশটির ক্রীড়াবিদদের মধ্যে সবশেষ প্রাণ হারিয়েছেন হেলেনা ঘোলামি।

ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন স্বর্ণ পদক জয়ী কারাতে খেলোয়াড় হেলেনা। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইরানের প্রথম সারির প্রচারমাধ্যম তেহরান টাইমস।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনে প্রাণ হারালেন ইরানের সাত ক্রীড়াবিদ ও এক কোচ। ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে তেহরানে অবস্থিত জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছে তারা।

বিষয়:

খেলা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত