বিপিএলে খেলতে ঢাকায় আসতে যাচ্ছেন অলরাউন্ডার সাইম আইয়ুব। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সিলেট টাইটানস দলে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের এ ক্রিকেট সেনসেশন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাইম আইয়ুবও বিপিএলে নিজের খেলার খবর জানিয়েছেন এক ভিডিও বার্তায়। সিলেটের ভক্তদের সামনে মাঠে নামার এবং খেলার জন্য যেন তর সইছে না তার।
সাইম আইয়ুব ভিডিও বার্তায় বলেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমি সাইম আইয়ুব, এই মৌসুমের বিপিএলের জন্য সিলেট টাইটানসে যোগ দিচ্ছি। আমাদের সমর্থন করুন। আশা করি, এই মৌসুমটি সিলেট টাইটানসের জন্য সফল হবে। সতীর্থদের সঙ্গে দেখা করার এবং সিলেটি ভক্তদের সামনে খেলার জন্য যেন তর সইছে না আমার।'
বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব
স্পোর্টস রিপোর্টার

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাইম আইয়ুব
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১: ০৮

বিপিএলে খেলতে ঢাকায় আসতে যাচ্ছেন অলরাউন্ডার সাইম আইয়ুব। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সিলেট টাইটানস দলে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের এ ক্রিকেট সেনসেশন। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাইম আইয়ুবও বিপিএলে নিজের খেলার খবর জানিয়েছেন এক ভিডিও বার্তায়। সিলেটের ভক্তদের সামনে মাঠে নামার এবং খেলার জন্য যেন তর সইছে না তার।
সাইম আইয়ুব ভিডিও বার্তায় বলেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমি সাইম আইয়ুব, এই মৌসুমের বিপিএলের জন্য সিলেট টাইটানসে যোগ দিচ্ছি। আমাদের সমর্থন করুন। আশা করি, এই মৌসুমটি সিলেট টাইটানসের জন্য সফল হবে। সতীর্থদের সঙ্গে দেখা করার এবং সিলেটি ভক্তদের সামনে খেলার জন্য যেন তর সইছে না আমার।'
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
