লড়াই জমিয়ে ফিরলেন শাহিন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬: ৪৪

রাজশাহীর দেওয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ফরচুন বরিশাল। দলীয় ৬১ রানে ৫ ব্যাটারকে হারায় দক্ষিণাঞ্চলের দলটি। এরপর বিপদে থাকা দলটির হয়ে লড়াই শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি। দলকে ১০০ রানের কোটা পার করে বিদায় নেন শাহিন। তার আগে ১৭ বলে ২৭ রান করেন তিনি।

ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জিসান আলম। গোল্ডেন ডাক মারেন শান্ত। কিছুক্ষণ পর তাসকিন আহমেদের বলে আউট হয়ে সাজঘরে হাঁটেন বরিশাল সেনাপতি তামিম ইকবাল খান। ৭ রান করেন এই বাঁহাতি ওপেনার।

বিজ্ঞাপন

বরিশালের বিপদে দায়িত্ব নিতে পারেননি কাইল মায়ার্স। দলীয় ৩০ রানে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন এই অলরাউন্ডার। তাওহীদ হৃদয়ের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে বিদায় করেন হাসান মোরাদ। ১১ বলে ১৩ রান করেন মুশফিক।

সতীর্থদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন কেবল হৃদয়। হাতখুলে খেলে দলের রানের চাকা সচলের কাজ করে যাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার। তাকেও বিদায় করেন মোরাদ। তার আগে ২৩ বলে ৩২ রান করেন হৃদয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত