কোয়ার্টারে ‘এআই’ প্লেয়ার সিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ২১
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৩
জানিক সিনার

জানিক সিনার যেন কোনো সত্যিকারের খেলোয়াড় নন। হতে পারেন ভিনগ্রহের কেউ। নয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেলোয়াড়। প্রতিপক্ষ অ্যালেকজান্ডার বুবলিকের কাছে ইতালির এ তারকা অনেকটা তেমনই। এমনটা বলছেন তিনি, সিনারের দুর্দান্ত পারফরম্যান্স দেখে। কোর্টের লড়াইয়ের দারুণ ঝলকে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এ শীর্ষ বাছাই। এতে হার্ড কোর্ট গ্র্যান্ড স্ল্যামে টানা জয়ের রেকর্ডটা ২৫ ম্যাচে নিয়ে গেলেন চার মেজর ট্রফির মালিক সিনার।

বিজ্ঞাপন


শেষ ষোলোতে জিততে সিনার সময় নিয়েছেন মাত্র এক ঘণ্টা ২১ মিনিট। চলতি বছরের দ্বিতীয় দ্রুততম জয়ের রেকর্ড এটি। পুরো লড়াইয়ে কাজাখস্তানের খেলোয়াড় বুবলিককে রীতিমতো ধসিয়ে দিয়েছেন সিনার। প্রতিদ্বন্দ্বিতা গড়ার সামান্য সুযোগটুকু পর্যন্ত দেননি। দুর্বার পারফরম্যান্সে সরাসরি সেটে ৬-১, ৬-১ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন সিনার। শেষ আটে সিনার লড়বেন স্বদেশি লোরেনজো মুসেত্তির বিপক্ষে।


যদিও চলতি মৌসুমে সিনারকে যে দুজন হারিয়েছেন, তাদেরই একজন বুবলিক। তারপরও ম্যাচটি হেরেই ইউএস ওপেনের ইনস্টাগ্রামের পোস্টে বুবলিক যেটা লিখেছেন, সেটা পড়ে অবাক পুরো টেনিস বিশ্ব। ম্যাচ শেষের কয়েক মিনিটের মধ্যে সিনারকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার খেলোয়াড় হিসেবেই সম্বোধন করেছেন ২৩তম বাছাই বুবলিক। তবে ২৪ বছরের ইতালিয়ান খেলোয়াড় জানিয়েছেন, নিউ ইয়র্কের ফ্লাশিং-মিডোসে দ্বিতীয়বার এমন দুর্বার পারফরম্যান্স উপহার দেওয়া এক রকম অসম্ভব।


চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার প্রতিপক্ষকে নিয়ে বলেন, ‘এ বছর দারুণ প্রতিদ্বন্দ্বতাপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছিল আমরা। তৃতীয় রাউন্ডে পাঁচ সেটের কঠিন একটি ম্যাচ খেলেছে সে। খেলা শেষ হয়েছে দেরিতে। সাধারণত যেভাবে সার্ভ করে, ঠিক তেমনটা করতে পারেনি। তবে সব মিলিয়ে আমি খুশি।’


অন্যদিকে মেয়েদের এককে কোকো গাউফকে হারিয়েছেন নাওমি ওসাকা। ইউএস ওপেনের দুবারের সাবেক চ্যাম্পিয়ন জিতেছেন ৬-৩ ও ৬-২ গেমে। ২০২৩ সালে কন্যা শাইয়ের মা হওয়ার পর দারুণ একটা জয় পেলেন জাপানের এ তারকা। সুবাদে টিকিট কাটলেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের। পরের ম্যাচে ওসাকার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনার মুচোভা।

আর শেষ আটের নাম লিখেছেন ইগা শিয়াটেকও। পোলিশ তারকা ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ান প্রতিপক্ষ একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে। পরের রাউন্ডে শিয়াটেক খেলবেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভার বিপক্ষে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত