রেকর্ড সাড়ে ৫ ঘণ্টার লড়াইয়ে চ্যাম্পিয়ন আলকারাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯: ৫০
আপডেট : ০৯ জুন ২০২৫, ১০: ৩১

রোলা গারোর লাল মাটি স্প্যানিয়ার্ডদের দু'হাত ভরে দিচ্ছে শুরু থেকেই। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে রাফায়েল নাদাল হয়ে আছেন 'সম্রাট'। তার পথ ধরেই স্বদেশী আলকারাজ যেন হতে এসেছেন 'যুবরাজ'। ফ্রেঞ্চ ওপেনের ২০২৫ সালের আসরে শিরোপা জিতে নিজেকে আরেকবার জানান দিলেন স্প্যানিশ তরুণ। ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন লাল মাটির শ্রেষ্ঠত্ব।

বিজ্ঞাপন

লড়াইটা হলো দারুন জমজমাট। সাড়ে ৫ ঘণ্টার ক্লান্তিকর সেই লড়াইয়ে নাম্বার ওয়ান সিনারের বিপক্ষে প্রথম দুই সেট পিছিয়ে পড়েও টানা তিন সেট জিতে ৪-৬, ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৬ গেমের ব্যবধানে শিরোপা বাগিয়ে নেন আলকারাজ। ২২ বছর বয়সী তরুণের এটি পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

এই ফাইনাল নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়। ফ্রেঞ্চ ওপেনেরর ইতিহাসে এটিই দীর্ঘতম ফাইনাল। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ তো বটেই। পূর্বের রেকর্ড ছিল ৪ ঘণ্টা ৪২ মিনিটের। ১৯৮২ সালে দীর্ঘতম ফাইনালে আর্জেন্টিনার গুইলার্মো ভিলাসকে ১-৬, ৭-৬, ৬-০, ৬-৪ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন সুইজারল্যান্ডের ম্যাটস ইউল্যান্ডার।

রোববার (৮ জুন) রোলা গারোর ফিলিপে কার্টিয়ার কোর্টে শুরুতে দাপট দেখিয়েছেন সিনারই। প্রথম দুই সেটে শক্তিশালী সার্ভ, নিখুঁত গ্রাউন্ডস্ট্রোক, দুর্দান্ত ডিফেন্স এবং প্লেসিং শটে আলকারাজকে কাঁবু করে ফেলেন তিনি। দ্বিতীয় সেটের টাইব্রেকে আলকারাজের ভুলের সুযোগ নিয়ে সিনার সেট জিতলে সেখানেই তার হাতে শিরোপা দেখছিলেন অনেকে। কিন্তু আলকারাজ সহজে হার মানবেন কেন?

তৃতীয় সেটে দেখালেন ফোরহ্যান্ডের জাদু। ম্যাচে ফিরলেন ৬-৪ ব্যবধানে জিতে। এরপর চতুর্থ সেটে ৩-৫ গেমে ও ০-৪০ পয়েন্টে পিছিয়ে থেকেও রক্ষা করলেন তিনটি ম্যাচ পয়েন্ট। সিনারের তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সুযোগই নসাৎ করে আলকারাজ ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানে চতুর্থ সেটটিও ৬-৭ ব্যবধানে জিতে নেন তিনি। ম্যাচ গড়ালো পঞ্চম ও ফাইনাল সেটে।

পঞ্চম সেটে আলকারাজের ঐশ্বরিক প্রত্যাবর্তন হলো যেন! শুরুতেই ব্রেক নিয়ে এগিয়ে যান। এরপর শুরু ক্লান্তিকর লড়াই। কেউ কাউকে ছাড়তে নারাজ। আলকারাজ সার্ভ করছিলেন ম্যাচের জন্য, কিন্তু সিনার তার অসাধারণ ড্রপ শটে ৬-৭ ব্যবধানে ম্যাচটা আবার সমতায় ফেরান।

শেষ পর্যন্ত ফাইনাল গড়ায় সুপার টাইব্রেকে, যেখানে আলকারাজ অভিজ্ঞতার আলোয় ঝলসে দিলেন ইতালিয়ান সিনারকে। অসাধারণ ফোরহ্যান্ড, দুটো অ্যাস এবং নিখুঁত কৌশলে ১০-২ ব্যবধানে শেষ করে ফ্রেঞ্চ ওপেনে নিজের শিরোপা অক্ষুন্ন রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত