টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যু নিয়েই এখন যতসব আলোচনা। এমন আলোচনার মাঝেই আজ সন্ধ্যা ৬টায় বিপিএলের ১২তম আসরের ফাইনালে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ।
ভারতের চাপে আইসিসি নির্দেশ দিয়েছে ভারতের মাটিতেই বাংলাদেশকে খেলতে হবে বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার মাঝে বাংলাদেশ সেখানে যাবে কি না সেই উত্তর খুঁজতেই ব্যস্ত সবাই। এর মাঝেই আজ বিপিএলের ফাইনালে খেলতে নামবে দুই দল। গতকাল বিপিএলের ফাইনালের আগের দিন চট্টগ্রাম রয়্যালস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স—কোনো দলকে ঘিরেই বাড়তি উন্মাদনা দেখা যায়নি। এমনকি সব জায়গায় ঘুরে ফিরে এসেছে বিশ্বকাপের কথা।
তবে যতই বিশ্বকাপ নিয়ে আলোচনা হোক ক্রিকেটাররা চেষ্টা রাখছেন খেলার মাঠে মনোযোগ রাখতে। সেই চেষ্টায় গতকাল মিরপুরে নিজেদের শেষবারের মতো শানিয়ে নেন চট্টগ্রাম রয়্যালস। গত পরশু দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনাল নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্স গতকাল করেনি অনুশীলন। এদিকে গতকাল অনুশীলন শেষে চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সেই ক্ষুধাটা আছে। আশা করি ভালো কিছু হবে। দেখা যাক কী হয় কালকে (আজ)।’
ফাইনালের আগে দুই দলের কাউকেই খুব বেশি এগিয়ে রাখার সুযোগ নেই। নামের ভারে রাজশাহী অনেকটা এগিয়ে থাকলেও তাদের ছিল উত্থান-পতন। অন্যদিকে নামের ভারে বড় ক্রিকেটার না থাকলেও টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করছে চট্টগ্রাম। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানা বদলে চলে যায় বিসিবির হাতে। ফলে এবারের আসরে ‘কমিটির দল’ তকমা পেয়েছে তারা। সেই তকমা পাওয়া চট্টগ্রামের চাওয়া মাঠের ক্রিকেটে সেরাটা দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেওয়া।
অন্যদিকে শেষ মুহূর্তে কেন উইলিয়ামসনকে দলে ভেড়ায় রাজশাহী। এছাড়া জিমি নিশামকেও ফাইনাল পর্যন্ত রেখে দিয়েছে। পাশাপাশি সাহিবজাদা ফারহান ও বিনুরা ফার্নান্দোর মতো ক্রিকেটাররা আছে। মাঠের ক্রিকেটে তারাও আছেন দারুণ ছন্দে। ফলে তারাও থাকবে বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে।
শক্তি-সামর্থ্যে আকাশ-পাতাল তফাৎ থাকলেও, মাঠের পারফরম্যান্সে দুই দলই আছে সমানে সমান অবস্থানে। ফলে মাঠের ক্রিকেটে দারুণ কিছু দেখা যাবে সেটার অপেক্ষাতেই আছে দর্শকরা। ফাইনালের আগের দিন অর্থাৎ, গতকাল হয়নি বিপিএলের ট্রফি উন্মোচন। আজ বিকাল সাড়ে ৪টায় বিপিএলের ট্রফি উন্মোচনের মাধ্যমে ফাইনালের আনুষ্ঠানিকতা শুরু করবে বিসিবি। ফলে দর্শকরা মাঠে বসে ট্রফি উন্মোচন ও ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন আজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

