ধর্মশালার পর শারজা

১২৪ ম্যাচ ও ৯ বছর পর সেঞ্চুরির সুবাস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৩: ০০

১২৪ ম্যাচ আর ৩৩৫২ দিনের অপেক্ষা! টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালের পর আরেকটি সেঞ্চুরি দেখার জন্য ছিল এই লম্বা অপেক্ষা। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন ইমন। গত পরশু রাতে শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৪ বলে খেলেন ১০০ রানের ইনিংস। এই বিধ্বংসী ইনিংসের পর তার নাম ওঠে রেকর্ডবুকে। তামিমের পর সেঞ্চুরি তালিকায় নিজের নাম ওঠায় উচ্ছ্বসিত তরুণ পারভেজ হোসেন ইমন। নিজের অষ্টম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।

সংযুক্ত আরব আমিরাত সিরিজে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কোনো বালাই নেই। তবে বিসিবির মারফতে সেঞ্চুরির পর নিজের প্রতিক্রিয়া জানান পারভেজ হোসেন ইমন। সেখানে তামিমের সেঞ্চুরির ওই স্মৃতি মনে করে ইমন বলেন, ‘তামিম ভাইয়ের সেঞ্চুরিটা মনে আছে। ওমানের বিপক্ষে করেছিলেন। তার (তামিম) সব খেলা দেখি সব সময়। তাই মনে ছিল।’ ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইমন এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান। ২০১৬ সালে তামিম ওমানের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করেন ৬০ বলে। নিজের রেকর্ড হাতছাড়া হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইমনকে অভিনন্দন জানান তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে ইমনের ছবি আপলোড করে তামিম লিখেন, ‘অভিনন্দন ইমন।’

বিজ্ঞাপন

তামিম যখন সেঞ্চুরি করেন ততদিনে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল খেলেছিল ৫৭ ম্যাচ। অর্থাৎ বাংলাদেশ দলের ৫৮তম টি-টোয়েন্টিতে এসেছিল প্রথম সেঞ্চুরি। আর ইমনের ব্যাটে যখন দ্বিতীয় সেঞ্চুরি এলো তখন বাংলাদেশের নামের পাশে ১৮৩ টি-টোয়েন্টি। অর্থাৎ টি-টোয়েন্টিতে প্রথম থেকে দ্বিতীয় সেঞ্চুরিয়ান ও সেঞ্চুরি দেখতে বাংলাদেশকে খেলতে হয়েছে ১২৪ ম্যাচ। সময়ের হিসেবে অপেক্ষা করতে হয়েছে ৩৩৫২ দিন অর্থাৎ, ৯ বছর ২ মাস ৪ দিন।

আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির করার পথে ইমন ভেঙেছেন আরো একটি রেকর্ড। তার ৫৪ বলের ওই ইনিংসে ছিল ৯ ছক্কা। বাংলাদেশিদের মধ্যে এটিই এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড। এই পরিসংখ্যানে স্পষ্ট কতটা আগ্রাসী ব্যাটিং করেছেন ইমন। তার আগ্রাসী ব্যাটিংয়ের সময় অন্যপ্রান্তে থাকা ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মিছিলে। এমন সংকটের সময়ও তার আগ্রাসী ব্যাটিং না থামা নিয়ে ইমন বলেন, ‘উইকেট যখন পড়ছিল, তখন নিজের ইনটেন্ট না বদলানোর চেষ্টা করছিলাম। আমার যে শক্তির জায়গা, সেটার জন্য সব সময় অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে। আমাকে ইনিংস বড় করতে হবে। তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। আলহামদুলিল্লাহ।’

তামিম ও ইমনের সেঞ্চুরির মধ্যে সবচেয়ে বড় মিল- দুজনের সেঞ্চুরির দিনেই জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সেঞ্চুরিয়ানদের হাতে। তামিমের চেয়ে ইমনের সেঞ্চুরি নিয়ে বেশি আলোচনার কারণ তার আগ্রাসী ব্যাটিং। অভিজ্ঞ মুশফিকুর রহিম ইমনকে নিয়ে তার ফেসবুক পোস্টে লিখেন, ‘মাশাআল্লাহ। অভিনন্দন ভাই। ইনশাআল্লাহ এরপর আরো হবে।’ অধিনায়ক লিটন দাসও খুশি ইমনের এমন ইনিংসে। তিনি ইমনকে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘পারভেজ হোসেন ইমনের অসাধারণ সেঞ্চুরি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত