মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২২: ৩০

প্রথম বিভাগ ফুটবল লিগে মাগুরায় ফাইনাল খেলায় মুসলিম স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে জিয়া স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিজ্ঞাপন

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা প্রথম বিভাগ ফুটবল লিগ-২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকালে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো. ইকবাল হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

ফাইনাল খেলায় পারলা মুসলিম স্পোর্টিং ক্লাবের পক্ষে চারটি গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় কামারা। খেলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের পক্ষে একটি গোল করেন মুরসালিন। উভয় দলে বিদেশি এবং জাতীয় ফুটবল দলের খ্যাতিমান খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলা দেখতে স্টেডিয়াম গ্যালারিতে প্রায় ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত