আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড

স্কটল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। তখন বর্তমান দলের অনেকের জন্মই হয়নি। আর সেই তরুণদের হাত ধরেই দীর্ঘ ২৮ পর ফের বিশ্বকাপের মঞ্চে পা রাখল ইউরোপের দলটি। ডেনামার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল স্কটিশরা।

ম্যাচে কেবল জয় ছাড়া সবদিক দিয়েই এগিয়ে ছিল ডেনমার্ক। ৬৩ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে চারটি গোলমুখে রেখেছে ডেনিশরা। তবে লক্ষ্যে মাত্র পাঁচটি শট নিয়ে চারবারই সফল হয় স্বাগতিক স্কটল্যান্ড।

ম্যাচের তিন মিনিটেই বাইসাইকেল কিকে স্কটল্যান্ডকে এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে। বিরতির পর ডেনমার্ককে সমতায় ফেরান রাসমুস হয়লুন্দ। ৭৮ মিনিটে লরেন্স শাঙ্কলান্ড স্কটল্যান্ডকে ফের এগিয়ে নেন। ৮২ মিনিটে আবারও সমতায় ফেরে ডেনমার্ক। গোলদাতা প্যাট্রিক ডর্গু।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কটল্যান্ডকে আবার এগিয়ে নেন কিয়েরান টিয়েরনি। মিনিট পাঁচেক পর ম্যাকলিনের দৃষ্টিনন্দন গোলে ডেনমার্কের ফেরার পথ শেষ হয়। আর উল্লাসে ফেটে পড়ে স্কটল্যান্ডের খেলোয়াড়রা।

গ্রুপ ‘সি’ থেকে ছয় ম্যাচে ৪ জয়, এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা স্কটল্যান্ড। আর ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে বিশ্বকাপের প্লে-অফ খেলবে ডেনামার্ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন