স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। স্বাভাবিকভাবেই মাঠ ছিল স্বাগতিক দর্শকে ভরপুর। দিনের শুরুর ওই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একরকম দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনে ভর করে দাপুটে জয় পায় দলটি। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০ উইকেটের জয় পাওয়া চট্টগ্রাম আজ পেয়েছে ৯ উইকেটের জয়। আগের ম্যাচের মতো গতকালকেও দুই ওপেনার নাঈম ও রসিংটন পেয়েছেন ফিফটির দেখা।
আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই থমকে যায় সিলেট টাইটান্সের ইনিংস। পাওয়ার প্লে শেষে ৩৪ রানে হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে দলটির রান ১০০ ওপারে যাবে সেটাই ছিল কল্পনাতীত। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমরজাই ৪৩ রানের জুটি গড়ে সেই শঙ্কা কাটিয়ে তোলেন। ইমন ২২ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে এই জুটি। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে আসে ৪১ বলে ৪৩ রান। এছাড়া রাহাতুল ফেরদৌস ১৭ রান করে। তাতে সিলেটের রান দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান। চট্টগ্রামের হয়ে অধিনায়ক শেখ মাহেদি ১৮ রানে নেন দুই উইকেট, মির্জা বেগ ২৪ রান খরচায় নেন দুই উইকেট।
১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন চট্টগ্রামের দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। দুজনই টানা দুই ম্যাচেই পান ফিফটির দেখা। নাঈম ৩৭ বলে ৫২ করে ফেরেন প্যাভিলিয়নে। আউট হওয়ার আগে রসিংটনের সঙ্গে উদ্বোধনীতে জুটিতে তোলেন ১১৫ রান। নাঈমের ওপেনিং সঙ্গী রসিংটন ৫৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এ নিয়ে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। সিলেটের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন রাহাতুল ফেরদৌস।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স- ১২৬/৭, ২০ ওভার (ওমরজাই ৪৪, ইমন ১৭, মাহেদি ২/১৮)
চট্টগ্রাম রয়্যালস- ১২৭/১, ১৬ ওভার (রসিংটন ৭৩*, নাঈম ৫২, রাহাতুল ১/২৯)
ফল- চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা- নাঈম শেখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

