আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা পিএসজির

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে বছরের ষষ্ঠ শিরোপা পিএসজির

ফুটবলে টাইব্রেকার মানেই গোলরক্ষকদের হিরো হওয়ার সুযোগ। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে সেই সুযোগটাই লুফে নিলেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনোভ। তার দুর্দান্ত নৈপুণ্যে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র থাকা ম্যাচটি টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি। এ নিয়ে ২০২৫ সালে ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ৬০ শতাংশ পজেশন নিয়ে ম্যাচজুড়ে আক্রমণেও দাপট ছিল পিএসজির। খিচা কাভারাৎস্খেলিয়ার গোলে ফরাসি জায়ান্টরা ৩৮তম মিনিটে লিড নেয়। এরপর ৬২তম মিনিটে পেনাল্টি থেকে ফ্ল্যামেঙ্গোকে সমতায় ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শটও ঠেকান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত জিতেছেনমসাফানোভই

চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজি। এরপর তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন