লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান হামজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১৪: ৩৩

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে অনেক আশা ছিল বাংলাদেশের ভক্তদের। কিন্তু ২-১ গোলে হেরে সে আশা রূপ নিয়েছে বিষাদে। এই হারের পরও হতাশায় ন্যুয়ে পড়ছেন না হামজা চৌধুরী। লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই তারকা ফুটবলার।

হারলেও সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো খেলে কাঙ্খিত লক্ষ্যে যেতে চান হামজা।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের কাছে হারের পর বুধবার (১১ মে) ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। তার আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে পারিনি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবেমাত্র শুরু করছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই যেখানে যেতে চাই সেখানে পৌঁছে যাব। ভালোবাসা এবং সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ। অক্টোবরে আবার দেখা হবে।’

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত