বিপিএলে টানা দুই জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। বুধবার দিনের প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং কিংসকে আট উইকেটে হারিয়েছে থিসারা পেরেরা অ্যান্ড কোং। কুড়ি ওভারের টুর্নামেন্টটির এবারের আসরে প্রথমবারের মতো টানা দুই জয়ের স্বাদ পেল ঢাকা। আগের ম্যাচে সিলেট সিক্সার্সকে ৬ রানে হারায় তারা।
হজুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন বোলাররাই ঢাকার জয়ের ভীত গড়ে দেয়। ফ্রাঞ্চাইজিটির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ১৪৮ রানের বেশি জমা করতে পারেনি চিটাগং। নাগালের কাছে থাকা সংগ্রহকে মামুলি বানিয়ে ফেলেন তামিম।
এই ওপেনারের ৫৪ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা। অপরপ্রান্তে ১৪ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। ফ্রাঞ্চাইজিটির পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন আলিস ইসলাম ও হোসেন তালাত।
এর আগে টস জেতা চিটাগংয়ের হয়ে কেউ টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং করতে পারেনি। ৪৪ রান করেন নাইম ইসলাম। ৪০ বল খেলেন এই ওপেনার। ১৯ বলে ২৩ রান করেন জুবাইদ আকবরি। ঢাকার হয়ে মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলামের শিকার দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ১৪৮/৬ (২০ ওভার); নাইম ইসলাম ৪৪, জুবাইর আকবরি ২৩; মোসাদ্দেক ২/১৩
ঢাকা ক্যাপিটালস: তানজিদ হাসান ৯০*, লিটন দাস ২৫; আলিষ ইসলাম ১/১৮
ফল: ঢাকা আট উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়