আল নাসরের নতুন কোচ জেসুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৪: ৩৫

নিজেদের নতুন কোচ হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে আল নাসর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সৌদি প্রো লিগের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। পর্তুগিজ কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে আল নাসর।

এ নিয়ে তৃতীয়বারের মতো সৌদি প্রো লিগে ফিরলেন জেসুস। এর আগে ২০১৮-১৯ মৌসুমে আল হিলালের ডাগআউটে দাঁড়ান। দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালে ক্লাবটির দায়িত্বে ফেরেন তিনি। গত ৩ মে আল হিলালের দায়িত্ব ছাড়েন এই কোচ। তার অধীনে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের স্বাদ পায় আল হিলাল।

বিজ্ঞাপন

এবার আল হিলালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে ফিরলেন জেসুস। আল নাসরে স্টেফানো পিওলির স্থলাভিষিক্ত হলেন ৭০ বছর বয়সী এই কোচ। গত মে মাসে রিয়াদের ক্লাবটি ছেড়ে ফিওরেন্টিনায় নাম লিখান পিওলি।

কোচ হিসেবে বেশ অভিজ্ঞ জেসুস। দীর্ঘ ৩৫ বছরের কোচিং ক্যারিয়ারে বেনফিকা, স্পোর্টিং সিপি, ব্রাগা, ফ্ল্যামেঙ্গা, ফেনেরবাচের মতো বেশকিছু পরিচিত ক্লাবে পা পড়েছে তার।

এক্সে দেওয়া বার্তায় আল নাসর লিখেছে, ‘নতুন কোচ হিসেবে জর্জ জেসুসের নাম ঘোষণা করছে আল নাসর। তার সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। জেসুস ও তার কোচিং স্টাফের জন্য শুভকামনা।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত