বাটলারের টার্গেট কোরিয়া ম্যাচ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৭: ৩০
কোচ পিটার বাটলার

ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলও নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। সাফের শিরোপা জয়ের রেশ না কাটতেই লাওসে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বেও দুর্দান্ত খেলছে নারী দল। স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারানোর পর তিমুর লেস্তেকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ের পর এবার বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারের টার্গেট এখন দক্ষিণ কোরিয়া ম্যাচ।

বিজ্ঞাপন

আগামীকাল রোববার শক্তিশালী কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। তিমুর লেস্তের বিপক্ষে ৮-০ গোলে জয়ের পর কোচ বাটলার জানান, দলের পারফরম্যান্সে খুবই খুশি তিনি। বিশেষ করে শিখা অসম্ভব ভালো খেলেছে। সাফ টুর্নামেন্টে যে পরীক্ষা চালিয়েছিলেন, সেটি এ টুর্নামেন্টে বেশ কাজে দিচ্ছে।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে বাটলার বলেন, ‘দুর্দান্ত মানের ভালো একটি দল কোরিয়া। আমরা তাদের মতো লিগ খেলি না। তারা নিজেদের উন্নয়ন ও পরিকল্পনায় অনেক অর্থ বিনিয়োগ করে। এখন আমরা যা করছি, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সেখান থেকে আমরা শিখছি। কোরিয়ার বিপক্ষে ফলাফল যা-ই হোক না কেন, বাইরে খেলার অভিজ্ঞতা আর শেখাটাই গুরুত্বপূর্ণ।’ কোরিয়া ম্যাচে বাংলাদেশ সর্বশক্তি দিয়েই ঝাঁপিয়ে পড়বে বলে জানান বাটলার। তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করব। আমরা যা শিখেছি, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’

তিমুর লেস্তের বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে কোচ বাটলার জানান, ‘আমি মনে করি, আমরা তাদের সম্মানের সঙ্গে হারাতে পেরেছি। বিশেষ করে প্রথম ১০ মিনিট আমরা একটু অগোছালো ছিলাম। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা গুটিয়ে উঠেছি। কিছু পাসিং মুভমেন্ট ও গোলে আধিপত্য বিস্তার করেছি। বিশেষ করে সেট-পিস থেকে। আমরা কিছুটা ভাগ্যবানও ছিলাম। শান্তির শটটি সৌভাগ্যক্রমে সরাসরি কর্নার থেকে জালে জড়ায়। আসলে ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়।’

তিমুর লেস্তের বিপক্ষে সিনহা জাহান শিখা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে বলে প্রশংসা করে কোচ বাটলার জানান, ‘আমি মেয়েদের বলেছিলাম, তোমরা সুযোগ তৈরি করো আর ধৈর্য ধরো। গোল এমনিতেই আসবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত