আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুশফিককে বললেন মাহমুদউল্লাহ

'তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন'

স্পোর্টস রিপোর্টার

'তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন'
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এমন সময়ে তারকা এ উইকেটরক্ষক ব্যাটারকে ভালোবাসায় সিক্ত করেছেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও।

বিজ্ঞাপন

মুশফিককে বিদায়ী বার্তায় প্রশংসায় ভাসিয়ে বুধবার রাতে বর্ষীয়ান এ অলরাউন্ডার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘প্রিয় মুশফিক, অসাধারণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য অভিনন্দন। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে তোমার সেঞ্চুরিটা এখনো মনে আছে। এটা খেলাটির প্রতি তোমার সম্মানবোধ, নিবেদন ও সর্বোচ্চ পর্যায়ে কঠোর পরিশ্রমী মানসিকতার প্রমাণ। এটা যেকোনো ক্রিকেটারকেই প্রেরণা জোগাবে। কোনো সন্দেহ নেই, তুমি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের অভিযাত্রার জন্য শুভকামনা।’

মুশফিক একশ টেস্ট খেলুক সেই প্রত্যাশা রেখে তামিম ইকবাল বিদায়ী বার্তায় বলেন, ‘এখনো তুই একটি সংস্করণে খেলবি- টেস্ট সংস্করণ। আমি সত্যিই আশা করি ও প্রার্থনা করি, তুই ভালো কর। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি। খুব আবেগপ্রবণ লাগছে, যেটা আমি টের পাচ্ছি, তুইও পাচ্ছিস। বাংলাদেশ তোকে মিস করবে। যা কিছুই করেছিস তুই দেশের জন্য, অনেক অনেক বছর সেসব মনে রাখা হবে। ধন্যবাদ, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মুশফিক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...