পাঁচ টেস্টের অ্যাশেজে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২-০ তে। সিরিজ জয় থেকে আর মাত্র এক ম্যাচ দূরে। এই আয়েশের মধ্যে থেকে আরো শক্তিমান হচ্ছে স্বাগতিকরা। অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স দলে ফিরছেন। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টেস্ট। তবে কামিন্সের ফেরার দিনে একটা দুঃসংবাদও শুনেছে অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজ শেষ হয়ে গেছে পেসার জস হ্যাজেলউডের। ইনজুরি থেকে সহসাই মুক্তি মিলছে না তার। ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে পুরো ফিট অবস্থায় তাকে পাওয়া যায় এজন্যই হ্যাজেলউডকে লম্বা বিশ্রাম দিচ্ছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের জন্য গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগের ১৪ জনের সঙ্গে শুধু প্যাট কামিন্স দলে এসেছেন। অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, অ্যাডিলেডে খেলার জন্য অধিনায়ক প্যাট কামিন্স প্রস্তুত। ইনজুরির জন্য কামিন্স পার্থ এবং ব্রিসবেন টেস্টে খেলতে পারেননি। এই দুটি টেস্টেই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন স্টিভেন স্মিথ। সেই দুই টেস্টেই অস্ট্রেলিয়া বড় ব্যবধানে জিতে। এর মধ্যে পার্থে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছিল মাত্র দুদিনেই!
অ্যাডিলেড টেস্টে দলে ফিরে আসা প্যাট কামিন্স অবশ্য লম্বা সময় ধরে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত। পিঠের ইনজুরির জন্য গত জুলাই থেকে তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নেননি। তবে টেস্টে ফিরে আসার ক্ষেত্রে এটা কামিন্সের মতো ক্রিকেটারের জন্য তেমন কোনো সমস্যা হবে না জানিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ।
অ্যাডিলেডের একাদশে স্পিনার নাথান লায়নও ফিরছেন এটাও প্রায় নিশ্চিত। চলতি অ্যাজেশের প্রথম দুই টেস্টে নাথান লায়ন অস্ট্রেলিয়ান একাদশে জায়গা পাননি। পেছনের ১৩ বছরের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়া মাটিতে কোনো টেস্ট ম্যাচ মিস করলেন লায়ন। তবে অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনি-সিরিজের শেষ এই তিন টেস্টে তাকে পরিকল্পনায় রেখেই একাদশ সাজাবে অস্ট্রেলিয়া, এটা নিশ্চিত।

