
অ্যাশেজ সিরিজ
দ্য অ্যাশেজ! ক্রিকেট অনুরাগীদের জিভে জল এনে দেওয়ার মতো এক সিরিজ। যারা টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন, মনে মনে যারা ক্রিকেটের এলিট সংস্করণের টান অনুভব করেন- সেসব ক্রীড়াপ্রেমী ঐতিহাসিক এই টেস্ট সিরিজের জন্যই দীর্ঘদিন অপেক্ষায় থাকেন চাতক পাখির মতো।