আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অ্যাশেজ সিরিজ : সিডনি টেস্ট

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস ডেস্ক

হেড-স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপট

সিডনি টেস্টের তৃতীয় দিনটি দারুণ কাটাল অস্ট্রেলিয়া। সাতসকালে ব্যাটিংয়ে নেমে আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড সেঞ্চুরিতে পৌঁছে গেলেন অনায়াসেই। ১৬৩ রানে তার থামলেও শেষ সেশনে আরো একটি সেঞ্চুরি উদযাপন করে অস্ট্রেলিয়া। এবার সেঞ্চুরিয়ানের নাম স্মিভেন স্মিথ। অবশ্য তাকে থামাতে পারেনি ইংল্যান্ড। দিন শেষে ১২৯ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলীয় এই অধিনায়ক। হেড ও স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়েই সিডনি টেস্টে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

দিনশেষে স্কোর বোর্ডে প্রথম ইনিংসে সাত উইকেটে ৫১৮ রান জমা করেছে তারা। এতে ১৩৪ রানে এগিয়ে অজিরা। ৪২ রানে অপরাজিত থাকা ওয়েবস্টারকে নিয়ে স্মিথ এই লিড আজ যে ২০০ ছাড়িয়ে নেওয়ার জন্য নামবেন, সেটি নির্দ্বিধায় বলা যায়। অন্যদিকে, খুবই কঠিন একটি দিন পার করল ইংল্যান্ড। চারটি ক্যাচ ড্রপ ও রানআউট মিসের কড়া মাশুল দিলেন বেন স্টোকসরা। সারা দিনে পাঁচ উইকেট শিকার করেন ইংল্যান্ডের বোলাররা। দুই উইকেটে ১৬৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৮৯.৫ ওভারে ৩৫২ রান তোলেন স্মিথরা।

হেড ও স্মিথের জন্য ম্যাচের তৃতীয় দিনটি অনন্য হয়ে রইল। এদিন ১৬৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে স্যার ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড। ১৫২ বলে এই ওপেনার পূর্ণ করেন ১৫০ রান । অ্যাশেজের ইতিহাসে যৌথভাবে চতুর্থ দ্রুততম দেড়শ রানের রেকর্ড এটি। এর আগে লর্ডসে অ্যাশেজ সিরিজের ম্যাচে ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন ব্র্যাডম্যান। এই কিংবদন্তির ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়াই শুধু নয়, এই শতাব্দীতে স্টিভেন স্মিথের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে অন্তত ৬০০ রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন হেড।

অ্যাশেজে সর্বাধিক সেঞ্চুরি

ব্যাটসম্যান সেঞ্চুরি

ডোনাল্ড ব্র্যাডম্যান ১৯

স্টিভেন স্মিথ ১৩

জ্যাক হবস ১২

স্টিভ ওয়াহ ১০

ডেভিড গাওয়ার ৯

ওয়ালি হ্যামন্ড ৯

টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত যে ১২টি সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটসম্যান, এর মধ্যে সাতটিতেই দেড়শর বেশি রান করেন। অপরদিকে টেস্ট ক্যারিয়ারে ৩৭তম সেঞ্চুরি পাওয়া স্মিথ ছাড়িয়ে গেলেন ইংল্যান্ডের ‘দ্য মাস্টার’ জ্যাক হবস। অ্যাশেজ সিরিজে হবসকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এলেন স্মিথ। এছাড়া অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর দিক থেকেও হবসকে পেছনে ফেললেন এই ক্লাসিক ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এখন স্মিথের সামনে আছেন শুধুই স্যার ব্র্যাডম্যান (১৮ সেঞ্চুরি)।

তৃতীয় দিনের শুরুতেই ইংলিশদের বিষিয়ে তোলেন হেড। নেসারের সঙ্গে তার ৭২ রানের জুটির স্থায়িত্ব ছিল প্রায় পৌনে দুই ঘণ্টার মতো। কার্সের বলে নেসার আউট হয়ে গেলেও বলতে গেলে একাই ইনিংস টেনে নেন হেড। প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১১৫ রান তোলে অস্ট্রেলিয়া। হেড করেন ৭১ রান। দ্বিতীয় সেশনে বেথেলের দুর্বল স্পিনে আউট হয়ে ফেরেন। ২৪টি চার ও একটি ছক্কায় ১৬৩ রানের ইনিংসটি সাজান এই ব্যাটসম্যান। এরপর স্মিথ ও উসমান খাজা জুটি বাঁধেন। এটিই খাজার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। কিন্তু বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানের বেশি করতে পারলেন না খাজা। ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স তিনটি ও বেন স্টোকস দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৯৭.৩ ওভারে ৩৮৪ (রুট ১৬০, ব্রুক ৮৪, স্মিথ ৪৬; নেসার ৪/৬০, বোল্যান্ড ২/৮৫)।

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংসে ১২৪ ওভারে (৫১৮/৭ (হেড ১৬৩, স্মিথ ১২৯*, ওয়েবস্টার ৪২*, লাবুশেন ৪৮, ক্যামেরুন গ্রিন ৩৭; স্টোকস ২/৮৭, ব্রাইডন কার্স ৩/১০৮, বেথেল ১/৫০)।

  • তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ১৩৪ রানে এগিয়ে
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন