আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

স্পোর্টস ডেস্ক

পার্থের লো স্কোরিং পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

অ্যাশেজ নিয়ে দর্শকদের রোমাঞ্চ সব সময়ই বাড়তি। এবারো তার ব্যতিক্রম ছিল না। তবে সব রোমাঞ্চে পানি ঢেলে দিয়েছে দুদিনেই টেস্টের সমাপ্তি! ৮৪৭ বল স্থায়িত্ব টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়া জিতেছে আট উইকেটে। তাতে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্টের তালিকায় শীর্ষে জায়গা করে নেয় পার্থ টেস্ট। তিন দিন আগেই শেষ হওয়া টেস্টের জন্য পার্থের পিচকে আইসিসি ‘বাজে’ রেটিং দেবে বলেই ধারণা ছিল সবার। কিন্তু আইসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বোচ্চ রেটিং।


রঞ্জন মাদুগালের অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী, পার্থ টেস্টের এই পিচকে ‘খুব ভালো’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আইসিসির চার স্তরের রেটিং ব্যবস্থার ‘খুব ভালো’র অর্থ হলো ব্যাটার ও বোলার উভয়ের জন্যই সমান প্রতিদ্বন্দ্বিতার মতো পরিস্থিতি তৈরি করে- এমন পিচ। অথচ ম্যাচে দাপট ছিল বোলারদের। চার ইনিংসের তিনটিই ছিল অল আউট।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের পিচ নিয়ে মন্তব্য ছিল এমন- ‘এই উইকেট দ্বিতীয় দিনের শেষদিকে এসে আরো ভালো হয়ে ওঠে, সম্ভবত আজ সন্ধ্যায় ম্যাচের জন্য এটি সবচেয়ে সেরা অবস্থায় ছিল। গত বছরও এমনটাই হয়েছিল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন