আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেলবোর্নে উইকেট শিকারের উৎসব!

স্পোর্টস ডেস্ক

মেলবোর্নে উইকেট শিকারের উৎসব!

মেলবোর্নে শুরু থেকেই পেস ঝড় তোলেন জশ টাং। তার তোপে উইকেটে দাঁড়াতে না পেরে উইকেট বিলিয়েছে অস্ট্রেলিয়া। জশ টাংয়ের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় স্বাগতিকরা। ১৫২ রানেই গুটিয়ে গেছে অজিদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৭ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে ফেলেছে সফরকারীরা। বক্সিং ডে টেস্টে যেন শুরু হয়েছে উইকেট পতনের উৎসব।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে মড়ক লেগে যায় দলীয় ২৭ রানে। ওপেনার ট্রাভিস হেডকে ফেরান অ্যাটকিনসন। তাতে ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। দলীয় ৩৪ রানে পড়ে যায় আরো দুই উইকেট। স্কোরবোর্ডে ৯১ রান জমা হতেই নাই হয়ে যায় ৬ উইকেট। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মাইকেল নেসার। উসমান খাজা ২৯ আর অ্যালেক্স ক্যারি তোলেন ২০ রান।


ব্যাটিংয়ে ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ। দলীয় ৭ রানে তাদের উইকেট পতনের শুরু। দলীয় ৮ রানে পড়ে যায় তৃতীয় উইকেট। ১৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। ৬৮ রানেই খুইয়ে ফেলে ষষ্ঠ উইকেট।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন