এবারের অ্যাশেজে আর খেলা হচ্ছে না মার্ক উডের। হাঁটুর পুরোনো ইনজুরিটা ফের পিছু নিয়েছে তার। এ কারণে সিরিজের বাকি অংশ থেকেই বাদ পড়লেন ইংল্যান্ডের এ তারকা পেসার। এখন তার ক্যারিয়ারই হুমকির মুখে।
উডের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাথু ফিশার। ২৮ বছরের পেসার পিশার একটি টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা সময় বাঁ হাঁটুতে চোট পান উড। সেসময় হাঁটুতে অস্ত্রোপচার করাতে বাধ্য হন।
ধকল কাটিয়ে অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে ফেরেন মাঠে। ১৫ মাসের মধ্যে এটি ছিল তার প্রথম টেস্ট। দুই দিনে শেষ হওয়া টেস্টে ১১ ওভার বল করে ছিলেন উইকেট শূন্য। এই ম্যাচ খেলেই ফের হাঁটুতে ব্যথা পান।
চোট গুরুতর হওয়ায় চিকিৎসকের দ্বারস্থ হন। এ কারণে দ্বিতীয় টেস্টে খেলতেই পারেননি। আর অ্যাডিলেড টেস্ট মাঠে গড়ানোর আগেই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।

