আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হেড-স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

হেড-স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

জো রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহই গড়েছিল ইংল্যান্ড। সিডনিতে সফরকারীদের প্রথম ইনিংস থেমেছে ৩৮৪ রান তুলে। জবাবে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিক অস্ট্রেলিয়াও। সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। দুজনের ব্যাটিং নৈপুণ্যে রানের পাহাড় গড়েছে অজিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫০৪ রান তুলে ফেলেছে স্মিথরা। অস্ট্রেলিয়া এখন এগিয়ে ১২০ রানে।

ওপেনার ট্রাভিস হেড ১৬৬ বলে ২৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৬৩ রানের চমৎকার এক ইনিংস উপহার দিয়েছেন। স্মিথ ১৯৩ বলে ১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২৮ রানের দাপুটে ইনিংস খেলে এখনো অপরাজিত রয়ে গেছেন। মারনাস লাবুশেন (৪৮) দুই রানের জন্য মিস করেছেন ফিফটি। আর ৩৭ রান আসে ক্যামেরুন গ্রিনের ব্যাট থেকে।

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ১৬৬ রান। ট্রাভিস হেড ৯১ অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন। ইনিংসটিকে রূপ দেন জাদুকরী তিন অঙ্কে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন