স্পোর্টস ডেস্ক
‘এমএসএন’ ফুটবল বিশ্বের আক্রমণভাগের বিখ্যাত ত্রি-ফলা। বার্সেলোনার জার্সিতে এ ত্রয়ী তারকার আক্রমণ জুটির পারফরম্যান্স আজও দোলা দিয়ে যায় ফুটবলপ্রেমীদের মনে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গড়া জুটি এখন কেবল ইতিহাসের পাতাতেই চিরভাস্বর হয়ে আছে। মাঠের বাইরে তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। তিন সুপারস্টারই বার্সেলোনা ছেড়ে ঠিকানা গড়েছিলেন ভিন্ন ভিন্ন ক্লাবে। পরে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পিএসজিতে মেসি জুটি গড়লেও দুজনের কেউই এখন আর প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে নেই। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি এখন পার্টনারশিপের গল্প লিখে যাচ্ছেন ইন্টার মিয়ামিতে।
মাঠের বাইরের সেই সম্পর্কটাকে আরো একটু বাড়িয়ে নিলেন মেসি-সুয়ারেজ। দুই অন্তরঙ্গ বন্ধু মিলে নতুন একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন। নতুন ক্লাবটি হয়েছে সুয়ারেজের জন্মভূমি উরুগুয়েতে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ-মেসি দুজনে মিলে ফুটবল অনুরাগীদের দিয়েছেন এই সুখবর। দেপোর্তিভো এলএস ক্লাবটির নতুন নাম রাখা হয়েছে দেপোর্তিভো এলএসএম। সুয়ারেজ ও মেসির নামের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে নতুন নামটি। উরুগুয়ের চতুর্থ বিভাগের দলটিতে ৩৭ বছরের মেসির ভূমিকা কী হবে, তা অবশ্য স্পষ্ট করেননি সুয়ারেজ। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ক্লাবটির সহমালিক হচ্ছেন মেসি। উরুগুয়ে ও ইন্টার মিলানের মাঝমাঠের সাবেক আক্রমণাত্মক খেলোয়াড় আলভারো রেকোবা হচ্ছেন এ ক্লাবের কোচ।
ভিডিও বার্তায় নিজের ক্লাব নিয়ে সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ক্লাব আমার পারিবারের স্বপ্ন। যার শুরু ২০১৮ সাল থেকে। ক্লাবটি বেড়ে উঠছে তিন হাজারের অধিক সদস্য নিয়ে। যে ভূমিকে মনেপ্রাণে ভালোবাসি, যেখানে আমার বেড়ে ওঠা, সেই উরুগুয়ের ফুটবলে তরুণদের বেড়ে ওঠায় সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই।’ ভিডিওতে সুয়ারেজের পাশে বসে মেসি বলেন, ‘আমি গর্বিত যে তুমি আমাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছো। সামনে এগিয়ে যাওয়ার জন্য ও সবচেয়ে বড় কথা ক্লাব নিয়ে তোমার সঙ্গে থাকতে আমি সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করে যাব।’
২০১৮ সালে ২০ একর জমির ওপর স্পোর্টস কমপ্লেক্স স্থাপন করে সুয়ারেজের পরিবার। মন্টেভিডিওর উপকণ্ঠ সিউদাদ দে লা কস্তায় ১৪০০ আসনের একটি স্টেডিয়ামও রয়েছে এই ক্লাবটিতে। আর মাঠে বসানো হয়েছে সিনথেটিক টার্ফ।
‘এমএসএন’ ফুটবল বিশ্বের আক্রমণভাগের বিখ্যাত ত্রি-ফলা। বার্সেলোনার জার্সিতে এ ত্রয়ী তারকার আক্রমণ জুটির পারফরম্যান্স আজও দোলা দিয়ে যায় ফুটবলপ্রেমীদের মনে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গড়া জুটি এখন কেবল ইতিহাসের পাতাতেই চিরভাস্বর হয়ে আছে। মাঠের বাইরে তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। তিন সুপারস্টারই বার্সেলোনা ছেড়ে ঠিকানা গড়েছিলেন ভিন্ন ভিন্ন ক্লাবে। পরে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পিএসজিতে মেসি জুটি গড়লেও দুজনের কেউই এখন আর প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে নেই। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি এখন পার্টনারশিপের গল্প লিখে যাচ্ছেন ইন্টার মিয়ামিতে।
মাঠের বাইরের সেই সম্পর্কটাকে আরো একটু বাড়িয়ে নিলেন মেসি-সুয়ারেজ। দুই অন্তরঙ্গ বন্ধু মিলে নতুন একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন। নতুন ক্লাবটি হয়েছে সুয়ারেজের জন্মভূমি উরুগুয়েতে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ-মেসি দুজনে মিলে ফুটবল অনুরাগীদের দিয়েছেন এই সুখবর। দেপোর্তিভো এলএস ক্লাবটির নতুন নাম রাখা হয়েছে দেপোর্তিভো এলএসএম। সুয়ারেজ ও মেসির নামের সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছে নতুন নামটি। উরুগুয়ের চতুর্থ বিভাগের দলটিতে ৩৭ বছরের মেসির ভূমিকা কী হবে, তা অবশ্য স্পষ্ট করেননি সুয়ারেজ। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ক্লাবটির সহমালিক হচ্ছেন মেসি। উরুগুয়ে ও ইন্টার মিলানের মাঝমাঠের সাবেক আক্রমণাত্মক খেলোয়াড় আলভারো রেকোবা হচ্ছেন এ ক্লাবের কোচ।
ভিডিও বার্তায় নিজের ক্লাব নিয়ে সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ক্লাব আমার পারিবারের স্বপ্ন। যার শুরু ২০১৮ সাল থেকে। ক্লাবটি বেড়ে উঠছে তিন হাজারের অধিক সদস্য নিয়ে। যে ভূমিকে মনেপ্রাণে ভালোবাসি, যেখানে আমার বেড়ে ওঠা, সেই উরুগুয়ের ফুটবলে তরুণদের বেড়ে ওঠায় সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই।’ ভিডিওতে সুয়ারেজের পাশে বসে মেসি বলেন, ‘আমি গর্বিত যে তুমি আমাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছো। সামনে এগিয়ে যাওয়ার জন্য ও সবচেয়ে বড় কথা ক্লাব নিয়ে তোমার সঙ্গে থাকতে আমি সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করে যাব।’
২০১৮ সালে ২০ একর জমির ওপর স্পোর্টস কমপ্লেক্স স্থাপন করে সুয়ারেজের পরিবার। মন্টেভিডিওর উপকণ্ঠ সিউদাদ দে লা কস্তায় ১৪০০ আসনের একটি স্টেডিয়ামও রয়েছে এই ক্লাবটিতে। আর মাঠে বসানো হয়েছে সিনথেটিক টার্ফ।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে