
থুতুকাণ্ডে আরও তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ
লিগস কাপের পর এবার মেজর লিগ সকারেও (এমএলএস) নিষিদ্ধ হলেন লুইস সুয়ারেজ। ইন্টার মিয়ামির এ তারকা ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের লিগে নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচের জন্য। প্রতিপক্ষের একজনকে থুতু দেওয়ার ঘটনায় এই নিয়ে ৯ ম্যাচ নিষিদ্ধ হলেন উরুগুয়ের এ স্ট্রাইকার।



