সুয়ারেজ-ডি পলের গোলে মেসিহীন মিয়ামি কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১: ৪৪
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২১: ১১

মাঠে ছিলেন না লিওনেল মেসি। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব ছিল লুইস সুয়ারেজ-রদ্রিগো ডি পলের কাঁধে। দুজনে তাদের কাজটা ঠিকঠাকই করেছেন। মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের বিপক্ষে ইন্টার মিয়ামিকে দিয়েছেন জয় উপহার। তাই তো বন্ধু সুয়ারেজ ও দেহরক্ষী পলের মাঠের পারফরম্যান্সে বেজায় খুশি মেসি।


আজ সকালে লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। দাপুটে এ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচে মিয়ামির জার্সিতে প্রথম গোল এনে দেন ডি পল। পরে সুয়ারেজ উপহার দেন পেনাল্টি থেকে। তা আবার আবার চোখ ধাঁধানো পানেনকা শটে।

চেজ স্টেডিয়ামে যদিও ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবার গোলে পুমাস লিড নেয় আগে। ম্যাচের ৬৯ মিনিটে মিয়ামির আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দ জয়ের ব্যবধান বাড়িয়ে দেন। তার গোল আসে আবার সুয়ারেজের অ্যাসিস্টে।

বিজ্ঞাপন

নেকাক্সার বিপক্ষে চোট পেয়েছিলেন। যে কারণে মেসি খেলতে পারেননি এ ম্যাচে। তবে গ্যালারি থেকে উপভোগ করেছেন দলের পারফরম্যান্স। সতীর্থদের জুগিয়েছেন অনুপ্রেরণা। আর্জেন্টাইন এ ফুটবল কিংবদন্তি মাঠে না থাকলেও অসাধারণ এক রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে তার সতীর্থরা। এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে আগে কখনো ছিটকে যাননি মেসি। সেই কৃতিত্ব এবারও অটুট থাকল।

একনজরে ফল

ইন্টার মিয়ামি ৩-১ পুমাস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত