
মিয়ামিতে নতুন ঠিকানা গড়ছেন নেইমার!
সৌদি ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দিয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্য ছেড়ে জানুয়ারিতে নেইমার জুনিয়র ফিরেছেন নিজের প্রিয় জন্মভূমিতে। ফ্রি এজেন্ট হিসেবে ৩৩ বছরের নেইমার ফিরেছেন ব্রাজিলে। নাম লিখিয়েছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। কিন্তু ভাগ্যের কোনো উন্নতি নেই।























