
স্পোর্টস ডেস্ক

সৌদি ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দিয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্য ছেড়ে জানুয়ারিতে নেইমার জুনিয়র ফিরেছেন নিজের প্রিয় জন্মভূমিতে। ফ্রি এজেন্ট হিসেবে ৩৩ বছরের নেইমার ফিরেছেন ব্রাজিলে। নাম লিখিয়েছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। কিন্তু ভাগ্যের কোনো উন্নতি নেই। পুরনো সমস্যাটা কিছুতেই দূর হচ্ছে না। ক্লাব ও জাতীয় দলে ইনজুরিতে পড়েই চলেছেন।
কিন্তু দেশের মাঠেও শান্তিতে নেই নেইমার। সান্তোস এখন রেলিগেশন এড়ানোর দৌড়ে শামিল। দলের যখন এমন বাজে অবস্থা, তখন নেইমার নিয়মিত মাঠ দাপিয়ে বেড়াতে পারছেন না। কারণ তো সেই একটাইÑ ইনজুরি। সবশেষ পাওয়া চোট থেকে এখনো শতভাগ সেরে উঠতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে এখনো মাঠের বাইরে রেখেছে।
তাই এখন ফুটবল অনুরাগীদের একটাই জিজ্ঞাসাÑ নেইমার কি দেশি ক্লাব সান্তোসেই থেকে যাবেন নাকি লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি জমাবেন? যেখানে আগে থেকেই খেলে যাচ্ছেন তার ঘনিষ্ঠ দুই বন্ধু আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি ও লুইস সুয়ারেজ। ক্যারিয়ার নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে এখন ব্রাজিলের এ প্রাণভোমরা।
ভক্ত-সমর্থকরা মনেপ্রাণেই চাচ্ছেন, নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিক। বাস্তবে চাওয়াটা পূরণ হলেই বার্সেলোনার এক সময়কার বিখ্যাত ‘এমএসএন’ আক্রমণ ত্রি-ফলাকে ফের দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে নেইমারকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে চলতি বছর শেষ হওয়ার আগেই।
নেইমার চাচ্ছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে চেনা রূপে ফিরতে। স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত বলছে, নেইমার দলবদলের আগামী উইন্ডোতেই নতুন ঠিকানা খুঁজে চলেছেন। যেখানে খেলে ফের আলোচনায় উঠে আসতে পারেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, যাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নজর কাড়তে পারেন সহজেই।
ইউরোপের কোনো জায়ান্ট ক্লাবই আর নেইমারকে দলে ভেড়া অনিচ্ছুক। এ কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দরজা একরকম বন্ধ তার জন্য। ছয় মাস মেয়াদ বাড়িয়ে সান্তোসেই থেকে যেতে পারেন। আবার মেজর সকার লিগে খেলার স্বপ্ন অনেক দিন ধরেই লালন করে যাচ্ছেন নেইমার। যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের জৌলুশ তাকে টানতে পারে কাছে। আর মেসি-সুয়ারেজ তো প্রিয় বন্ধুকে স্বাগত জানাতে দুহাত বাড়িয়ে বসে আছেন। এখন দেখা যাক, নেইমার কী সিদ্ধান্ত নেন।

সৌদি ক্লাব আল হিলাল তাকে ছেড়ে দিয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্য ছেড়ে জানুয়ারিতে নেইমার জুনিয়র ফিরেছেন নিজের প্রিয় জন্মভূমিতে। ফ্রি এজেন্ট হিসেবে ৩৩ বছরের নেইমার ফিরেছেন ব্রাজিলে। নাম লিখিয়েছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। কিন্তু ভাগ্যের কোনো উন্নতি নেই। পুরনো সমস্যাটা কিছুতেই দূর হচ্ছে না। ক্লাব ও জাতীয় দলে ইনজুরিতে পড়েই চলেছেন।
কিন্তু দেশের মাঠেও শান্তিতে নেই নেইমার। সান্তোস এখন রেলিগেশন এড়ানোর দৌড়ে শামিল। দলের যখন এমন বাজে অবস্থা, তখন নেইমার নিয়মিত মাঠ দাপিয়ে বেড়াতে পারছেন না। কারণ তো সেই একটাইÑ ইনজুরি। সবশেষ পাওয়া চোট থেকে এখনো শতভাগ সেরে উঠতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে এখনো মাঠের বাইরে রেখেছে।
তাই এখন ফুটবল অনুরাগীদের একটাই জিজ্ঞাসাÑ নেইমার কি দেশি ক্লাব সান্তোসেই থেকে যাবেন নাকি লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে পাড়ি জমাবেন? যেখানে আগে থেকেই খেলে যাচ্ছেন তার ঘনিষ্ঠ দুই বন্ধু আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি ও লুইস সুয়ারেজ। ক্যারিয়ার নিয়ে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে এখন ব্রাজিলের এ প্রাণভোমরা।
ভক্ত-সমর্থকরা মনেপ্রাণেই চাচ্ছেন, নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দিক। বাস্তবে চাওয়াটা পূরণ হলেই বার্সেলোনার এক সময়কার বিখ্যাত ‘এমএসএন’ আক্রমণ ত্রি-ফলাকে ফের দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মাটিতে। তবে নেইমারকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে চলতি বছর শেষ হওয়ার আগেই।
নেইমার চাচ্ছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে চেনা রূপে ফিরতে। স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত বলছে, নেইমার দলবদলের আগামী উইন্ডোতেই নতুন ঠিকানা খুঁজে চলেছেন। যেখানে খেলে ফের আলোচনায় উঠে আসতে পারেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, যাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নজর কাড়তে পারেন সহজেই।
ইউরোপের কোনো জায়ান্ট ক্লাবই আর নেইমারকে দলে ভেড়া অনিচ্ছুক। এ কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দরজা একরকম বন্ধ তার জন্য। ছয় মাস মেয়াদ বাড়িয়ে সান্তোসেই থেকে যেতে পারেন। আবার মেজর সকার লিগে খেলার স্বপ্ন অনেক দিন ধরেই লালন করে যাচ্ছেন নেইমার। যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের জৌলুশ তাকে টানতে পারে কাছে। আর মেসি-সুয়ারেজ তো প্রিয় বন্ধুকে স্বাগত জানাতে দুহাত বাড়িয়ে বসে আছেন। এখন দেখা যাক, নেইমার কী সিদ্ধান্ত নেন।

পাওয়ার প্লেতে চার উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই মূলত নিশ্চিত হয়েছে বাংলাদেশের হার। ১৬৬ রানের লক্ষ্যে বাংলাদেশের ইনিংস থামে ১৪৯ রানে। এমন ম্যাচে হারের পর তানজিম সাকিব জানান মিডল অর্ডারের ব্যাটারদের একটু দায়িত্ব নেওয়ার দরকার ছিল।
২ ঘণ্টা আগে
তিনদিন ধরে সিডনির একটি হাসপাতালে আছেন ভারতের ওয়ানডে দলের সহঅধিনায়ক শ্রেয়াস আইয়ার। আইয়ারের প্লীহা ছিঁড়ে গেছে। তিনি এখন চিকিৎসাধীন।
৭ ঘণ্টা আগে
আগামী মাসে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর পরের টেস্ট গুয়াহাটিতে।
৭ ঘণ্টা আগে