এমএলএস

মেসি গোল পাননি, মিয়ামি জেতেনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৩
লিওনেল মেসি

গোলের দেখা পেলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার গোল না পাওয়ায় জয়ের মুখও দেখতে পারল না তার ক্লাব ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে ১-১ গোলে হোঁচট খেল ফ্লোরিডার দল মিয়ামি।

বিজ্ঞাপন

আগের টানা তিন ম্যাচে গোল করেছেন মেসি। কিন্তু রোববার সকালে মাঠের লড়াইয়ে থেকেও আর গোল পাননি ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। প্রতিপক্ষের জালে বল জড়াতে না পারলেও টরন্টোর বিপক্ষে ম্যাচে গোলের বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিলেন আলবিসেলেস্তেদের এই প্রাণভোমরা। কিন্তু দুর্ভাগ্য! সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তার সতীর্থরা।

মেসিকে গোল থেকে বঞ্চিত করেছেন মূলত টরন্টোর গোলরক্ষক শন জনসন। পুরো ম্যাচে বেশ কয়েকটি গোল প্রচেষ্টা রুখে দিয়েছেন গোলবারের এ অতন্দ্র প্রহরী। শুধু মেসিরই চারটি শট আটকে দেন জনসন। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলেন মেসিরা। ৬০ শতাংশের বেশি বল ছিল তাদের দখলে। কিন্তু তারপরও ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি ডেভিড বেকহামের দল। আর মিয়ামিকে রুখা টরন্টোর জন্য এটা সম্ভব হয়েছে কেবল জনসনের বদৌলতে।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জর্দি আলবার উড়ন্ত আড়াআড়ি শটে মাথা ছুঁয়ে মিয়ামিকে একমাত্র গোলটি উপহার দেন তাদেও আলেন্দে। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে গোল শোধ করেন টরন্টোর দোরদে মিহাইলোভিচ। ম্যাচের শেষ দিকে আক্রমণাত্মক খেলেছে মিয়ামি। কিন্তু আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েও জয়সূচক গোলের সন্ধান পায়নি মিয়ামি।

টরন্টোর সঙ্গে ড্রয়ের পর এমএলএসের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মেসির মিয়ামি। ৩০ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। প্রথম চারে থাকা দলগুলোর মধ্যে মিয়ামি অবশ্য সবচেয়ে কম ম্যাচ খেলেছে। আর ২৩ ম্যাচ খেলে ২৪টি গোল উপহার দিয়ে সর্বোচ্চ গোলদাতার হওয়ার লড়াইয়ে সবার ওপরে রয়েছেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘জেতার জন্যই খেলেছি আমরা। ভালো সুযোগ তৈরি করেছি। হয়তো বিরতির পর ১০-১৫ মিনিট একটু অগোছালো ছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত লড়াই ছিল আমাদের নিয়ন্ত্রণেই। ম্যাচের আসল নায়ক অবশ্য তাদের গোলরক্ষক।’

একনজরে ফল

টরন্টো ১-১ ইন্টার মিয়ামি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত