মেসির মাঠে ফেরা নিয়ে যা জানাল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫: ৪৭

লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেকাক্সার বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের চোটে চিন্তিত ছিল ভক্তরা। যদিও সব শঙ্কা দূর করে স্বস্তির খবরই দিয়েছে ইন্টার মিয়ামি।

ম্যাচটিতে টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। চেজে স্টেডিয়ামে ১১ মিনিটেই মেসিকে হারায় মিয়ামি। বল ড্রিবল করে নেকাক্সের বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ফরোয়ার্ড। এ সময় প্রতিপক্ষের দুই ফুটবলার অ্যালেক্সিস পেনা ও রাউল সানচেজের ট্যাকেলে হোঁচট খেয়ে পড়ে যান মেসি। এরপর প্রাথমিক চিকিৎসা নিলেও আর খেলা চালিয়ে যেতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বিজ্ঞাপন

মিয়ামি জানিয়েছে, মেসির চোট গুরুতর নয়। যদিও সাবেক পিএসজি তারকা ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি মিয়ামি। মেসির ফেরা নির্ভর করছে চিকিৎসার উন্নতির ওপর।

এক বিবৃতিতে মিয়ামি জানিয়েছে, ‘লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার সময় মেসি পেশিতে চোট পান। চোটের সবশেষ পরিস্থিতি জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। রিপোর্টে দেখা গেছে- তার ডান পায়ের পেশিতে সামান্য চোট আছে। তার মেডিকেল ছাড়পত্র পাওয়ার বিষয়টি নির্ভর করছে কিভাবে চিকিৎসা করা হয় এবং শরীর কিভাবে সেটা সাড়া দেয়।’

চলমান মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত মিয়ামির জার্সিতে ৩০টি ম্যাচে মাঠে নেমেছেন। এর মধ্যে কেবল মেজর লিগ সকারেই (এমএলএস) জালের দেখা পেয়েছেন ১৮ বার। এছাড়া সতীর্থদের দিয়ে আরো ৯ গোল করিয়েছেন সাবেক পিএসজি তারকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত