জিতলেও মেসিকে নিয়ে মিয়ামির ‘দুশ্চিন্তা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২: ৩৩
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৫: ৩৯

লিগস কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিয়ামি। দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। ম্যাচ জিতলেও এদিন দলের সেরা তারকা লিওনেল মেসির চোটে দুশ্চিন্তায় পড়েছে ফ্লোরিডার ক্লাবটি।

নিজেদের দূর্গ চেজে স্টেডিয়ামে ১১ মিনিটেই মেসিকে হারায় মিয়ামি। বল ড্রিবল করে নেকাক্সের বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ফরোয়ার্ড। এ সময় প্রতিপক্ষের দুই ফুটবলার অ্যালেক্সিস পেনা ও রাউল সানচেজের ট্যাকেলে হোঁচট খেয়ে পড়ে যান মেসি। মাটিতে পড়ে রাগের মাথায় হাত দিয়ে মাটিতে আঘাত করেন।

বিজ্ঞাপন

ইনজুরি কাটিয়ে উঠার চেষ্টায় উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করতে দেখা যায় মেসিকে। তাতে অবশ্য লাভ হয়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার বদলি হিসেবে ফেডেরিকো রেডোনডোকে মাঠে নামায় মিয়ামি।

দারুণ ফর্মে আছেন মেসি। চলমান মৌসুমে এখন পর্যন্ত মিয়ামির জার্সিতে মাঠে নেমেছেন ৩০ ম্যাচে। এর মধ্যে কেবল মেজর লিগ সকারেই (এমএলএস) জালের দেখা পেয়েছেন ১৮ বার। এছাড়া সতীর্থদের দিয়ে আরো ৯ গোল করিয়েছেন সাবেক পিএসজি তারকা। স্বাভাবিকভাবেই তার চোট মিয়ামির জন্য বড় ভাবনার কারণ।

মেসির চোট নিয়ে ম্যাচ শেষে মিয়ামির প্রধান কোচ মাশচেরানো বলেন, ‘মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। চোট কতটা গুরুতর সেটা বলা যাবে সোমবার (৪ আগস্ট) স্ক্যানের পর। আশা করছি খুব গুরুতর কিছু হবে না। কারণ তার ব্যথা নেই। সে শুধু চোটাক্রান্ত স্থানে অস্বস্তি অনুভব করছে।’

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত