মেজর লিগ সকার

মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টেও শিল্ড ধরে রাখতে পারল না মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৭: ৪৬
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ১১
লিওনেল মেসি

দুই ম্যাচ ধরে জয়ের দেখা নেই। ড্র আর হারে টানা পয়েন্ট খুইয়েছে ইন্টার মিয়ামি। খারাপ সময়টা কাটিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ফ্লোরিডার দলটি। মেজর লিগ সকারে (এমএলএস) আজ দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসি ক্লাব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অ্যাসিস্টের হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কোচ হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। দাপুটে এ জয়ের ম্যাচে মিয়ামির হয়ে জোড়া গোল উপহার দিয়েছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। সতীর্থদের তিনটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।

বিজ্ঞাপন

গোল উৎসব করেও লাভ হয়নি। জিতেও মিয়ামি ম্যাচ শেষে মাঠ ছেড়েছে রাজ্যের হতাশায় ডুবে। দিনে অপর ম্যাচে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। একমাত্র গোলে জিতেও মিয়ামিকে টপকে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড পায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া টিম। গত বছর পুরস্কারটি পেয়েছিল মিয়ামি। এবার আর শিল্ডটি ধরে রাখতে পারল মেসির দল।

গত ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হেরে মূলত শিরোপা লড়াই থেকে ছিটকে যায় মিয়ামি। যে কারণে শিল্ড জয়ের জন্য নিজেদের শেষ দুই ম্যাচে একটি জয় দরকার ছিল ফিলাডেলফিয়ার। আজ সকালে বহুল কাঙ্ক্ষিত সেই জয়ই ছিনিয়ে নিয়েছে তারা। এ জয়ে সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট। আর তিনে থাকা মিয়ামির পুঁজি ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট।

নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও ফিলাডেলফিয়ার সমান পয়েন্ট পাবে না হাভিয়ের মাচেরানোর দল। আর ৩৩ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি। তারাও আর ফিলাডেলফিয়াকে স্পর্শ করতে পারবে না। এ নিয়ে দ্বিতীয় শিল্ড জয়ের স্বাদ পেল ফিলাডেলফিয়া। ক্লাবটি প্রথম শিল্ড জেতে ২০২০ সালে।

একনজরে

ইন্টার মিয়ামি ৪-১ নিউ ইংল্যান্ড

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত