মেজর লিগ সকার
স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচ ধরে জয়ের দেখা নেই। ড্র আর হারে টানা পয়েন্ট খুইয়েছে ইন্টার মিয়ামি। খারাপ সময়টা কাটিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ফ্লোরিডার দলটি। মেজর লিগ সকারে (এমএলএস) আজ দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসি ক্লাব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অ্যাসিস্টের হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কোচ হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। দাপুটে এ জয়ের ম্যাচে মিয়ামির হয়ে জোড়া গোল উপহার দিয়েছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। সতীর্থদের তিনটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।
গোল উৎসব করেও লাভ হয়নি। জিতেও মিয়ামি ম্যাচ শেষে মাঠ ছেড়েছে রাজ্যের হতাশায় ডুবে। দিনে অপর ম্যাচে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। একমাত্র গোলে জিতেও মিয়ামিকে টপকে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড পায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া টিম। গত বছর পুরস্কারটি পেয়েছিল মিয়ামি। এবার আর শিল্ডটি ধরে রাখতে পারল মেসির দল।
গত ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হেরে মূলত শিরোপা লড়াই থেকে ছিটকে যায় মিয়ামি। যে কারণে শিল্ড জয়ের জন্য নিজেদের শেষ দুই ম্যাচে একটি জয় দরকার ছিল ফিলাডেলফিয়ার। আজ সকালে বহুল কাঙ্ক্ষিত সেই জয়ই ছিনিয়ে নিয়েছে তারা। এ জয়ে সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট। আর তিনে থাকা মিয়ামির পুঁজি ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট।
নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও ফিলাডেলফিয়ার সমান পয়েন্ট পাবে না হাভিয়ের মাচেরানোর দল। আর ৩৩ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি। তারাও আর ফিলাডেলফিয়াকে স্পর্শ করতে পারবে না। এ নিয়ে দ্বিতীয় শিল্ড জয়ের স্বাদ পেল ফিলাডেলফিয়া। ক্লাবটি প্রথম শিল্ড জেতে ২০২০ সালে।
একনজরে
ইন্টার মিয়ামি ৪-১ নিউ ইংল্যান্ড
দুই ম্যাচ ধরে জয়ের দেখা নেই। ড্র আর হারে টানা পয়েন্ট খুইয়েছে ইন্টার মিয়ামি। খারাপ সময়টা কাটিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ফ্লোরিডার দলটি। মেজর লিগ সকারে (এমএলএস) আজ দারুণ এক জয় পেয়েছে লিওনেল মেসি ক্লাব। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের অ্যাসিস্টের হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কোচ হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। দাপুটে এ জয়ের ম্যাচে মিয়ামির হয়ে জোড়া গোল উপহার দিয়েছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা। সতীর্থদের তিনটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।
গোল উৎসব করেও লাভ হয়নি। জিতেও মিয়ামি ম্যাচ শেষে মাঠ ছেড়েছে রাজ্যের হতাশায় ডুবে। দিনে অপর ম্যাচে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। একমাত্র গোলে জিতেও মিয়ামিকে টপকে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারে সাপোর্টার্স শিল্ড পায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া টিম। গত বছর পুরস্কারটি পেয়েছিল মিয়ামি। এবার আর শিল্ডটি ধরে রাখতে পারল মেসির দল।
গত ম্যাচে শিকাগো ফায়ারের কাছে হেরে মূলত শিরোপা লড়াই থেকে ছিটকে যায় মিয়ামি। যে কারণে শিল্ড জয়ের জন্য নিজেদের শেষ দুই ম্যাচে একটি জয় দরকার ছিল ফিলাডেলফিয়ার। আজ সকালে বহুল কাঙ্ক্ষিত সেই জয়ই ছিনিয়ে নিয়েছে তারা। এ জয়ে সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট। আর তিনে থাকা মিয়ামির পুঁজি ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট।
নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও ফিলাডেলফিয়ার সমান পয়েন্ট পাবে না হাভিয়ের মাচেরানোর দল। আর ৩৩ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি। তারাও আর ফিলাডেলফিয়াকে স্পর্শ করতে পারবে না। এ নিয়ে দ্বিতীয় শিল্ড জয়ের স্বাদ পেল ফিলাডেলফিয়া। ক্লাবটি প্রথম শিল্ড জেতে ২০২০ সালে।
একনজরে
ইন্টার মিয়ামি ৪-১ নিউ ইংল্যান্ড
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে