মিয়ামিতে যোগ দেওয়ার কারণ জানালেন ডি পল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৬: ৩০
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৬: ৩১

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে সম্প্রতি ইন্টার মিয়ামিতে যোগ দেন রদ্রিগো ডি পল। এই তারকা মিডফিল্ডার জানালেন, জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলতেই ফ্লোরিডার ক্লাবটিতেই নাম লিখিয়েছেন তিনি।

মিয়ামির সঙ্গে এক বছরের ধার চুক্তি করেছেন ডি পল। বেশকিছু গণমাধ্যমের দাবি, আগামী বছর দুই পক্ষের মধ্যে স্থায়ী চুক্তি হবে। ইতোমধ্যে মিয়ামির হয়ে অভিষেক হয়েছে বিশ্বকাপ জয়ী ফুটবলারের।

বিজ্ঞাপন

ডি পল বলেন, ‘আমার স্বপ্ন ছিল ক্লাবেও মেসির সঙ্গে খেলব। আর্জেন্টিনার জার্সিতে একসঙ্গে যা করেছি সেটা ক্লাবেও করার ইচ্ছা ছিল। সেই স্বপ্ন এখন পূরণ হয়েছে। মিয়ামিতে যেদিন প্রথম এলাম, মেসি আমার খোঁজখবর নিয়েছে। সেই মুহূর্তটা আমার জন্য দারুণ ছিল।’

এমএলএসের প্রশংসা করে ডি পল বলেন, ‘এটা অবিশ্বাস্য যে আমি ইউরোপে খেলতে পেরেছি এবং চ্যাম্পিয়ন্স লিগ উপভোগ করেছি। এটা বিশ্বের সেরা প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি। মিয়ামিতে আসা আমার ব্যক্তিগত পছন্দ ছিল। আমি এমএলএসে অভিজ্ঞতা অর্জন করতে চাই, যা ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে।’

‘মেসির আগমনের পরে, আমি বিশ্বাস করি ইন্টার মিয়ামি তার নিজস্ব ইতিহাস লিখতে শুরু করেছে, এবং আমি এর অংশ হতে চাই। আমি একটি নজির তৈরি করতে চাই যে খেলোয়াড়রা কেবল তাদের ক্যারিয়ারের শেষে এখানে আসে না বা এটাকে একটি ধাপ হিসেবে ব্যবহার করে না। ইন্টার মিয়ামির জার্সি পরা কেবলমাত্র ক্যারিয়ারের শেষ নয় বরং একটি প্রতিশ্রুতি।’ আরো যোগ করেন ডি পল।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত