ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বুসকেটসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪১
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৪৮
সার্জিও বুসকেটস

আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানিয়েছেন আগেই। নিজের স্প্যানিশ জার্সি তুলে রাখলেও ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে যাচ্ছিলেন সার্জিও বুসকেটস। সুপারস্টার লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে নাম লিখে রয়েছেন আলোচনার মধ্যে। তবে বর্ণিল ফুটবল ক্যারিয়ারটা আর বড় করার ইচ্ছা নেই মাঝমাঠের এ রক্ষণাত্মক ফুটবলার।

বিজ্ঞাপন


আন্তর্জাতিক ফুটবলের পর এবার পেশাদার ক্লাব ফুটবল থেকে অবসর নিলেন ৩৭ বছরের এ স্প্যানিশ গ্রেট। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার এক ঘোষণায় বুসকেটস জানিয়েছেন, মেজর সকার লিগের (এমএলএস) চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় বলে দেবেন।
নিজের অবসর ঘোষণা নিয়ে বুসকেটস বলেন, ‘পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। ২০ বছর ধরে সেই অসাধারণ গল্পটি উপভোগ করেছি, যা সব সময় স্বপ্নে দেখেছি আমি।’ সঙ্গে বুসকেটস যোগ করেন, ‘আগামী কয়েক মাস হবে মাঠে আমার ক্যারিয়ারের শেষ সময়। অত্যন্ত আনন্দ, গর্ব, পরিপূর্ণতা আর কৃতজ্ঞতা নিয়ে অবসরে চলে যাচ্ছি।’


ফুটবলে হাতেখড়ি হয় শৈশবে স্পেনের স্থানীয় ক্লাবের মাধ্যমে। একাধিক ক্লাবে দ্যুতি ছড়িয়ে ২০০৫ সালে বুসকেটস নাম লেখেন বার্সেলোনার ফুটবলার গড়ার আঁতুড়ঘর ‘লা মাসিয়া’য়। পরে বার্সার ‘বি’ টিমে জায়গা করে নেন দুই বছর পর। কাতালান জায়ান্টের মূল টিমের জার্সিতে বুসকেটস অভিষেক ম্যাচ খেলেন ২০০৮ সালে। পরে আর পেছনে তাকাতে হয়নি তাকে। নিজে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।


ক্লাবের সঙ্গে স্পেনের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন বুসকেটস। ২০১০ সালে জেতেন বিশ্বকাপ আর ২০১২ সালে স্পেনকে উপহার দেন ইউরোর শিরোপা। নিজেকে সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন হিসেবে মাঠে দাপিয়ে বেড়িয়েছেন এ সময়।
মেসির সঙ্গে বার্সায় ৯টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ ও ৩টি উয়েফা সুপার কাপ জেতেন বুসকেটস। মেসির সঙ্গে এখন পর্যন্ত ইন্টার মিয়ামিতে শিরোপা জিতেছেন দুটি ট্রফি। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ সালে জেতেন এমএলএসের সাপোর্টার্স শিল্ড।


সার্জিও বুসকেটসের ক্যারিয়ার

পজিশন : ডিফেন্সিভ মিডফিল্ডার
দেশ : স্পেন
ম্যাচ : ৮২৯
গোল : ১৯
অ্যাসিস্ট : ৬২
শিরোপা : ৩৬

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত