স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির। ইনজুরি যেন তার নিত্য সঙ্গী। তাতে মিয়ামির হয়ে মিস করেছেন লিগস কাপের কোয়ার্টার ফাইনালসহ সর্বশেষ দুটি ম্যাচ। ফিরলেন সেমিফাইনালের লড়াইয়ে। আর ফিরেই করলেন জোড়া গোল। তাতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠল মিয়ামি।
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। প্রথমার্ধের যোগ করা সময়ের গোলে তাদেরকে এগিয়ে নেন মার্কো পাসালিচ। মিয়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন বল ‘ক্লিয়ার’ করতে না পারায় সুযোগটা কাজে লাগান অরল্যান্ডোর উইঙ্গার।
মায়ামি খেলায় ফিরে দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান মেসি। সেই সঙ্গে অরল্যান্ডো লেফট ব্যাক ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হয় ১০ জনে পরিণত হয় অরল্যান্ডো। তাতেই ম্যাচে পিছিয়েও পড়ে তারা।
মিয়ামি এগিয়ে যায় ৮৮ মিনিটে। অরল্যান্ডোর বক্সের মাথায় বাঁ পাশ থেকে আলবাকে পাস দিয়ে দ্রুত বক্সে ঢোকেন মেসি। মেসি বক্সে ঢুকতেই একদম মোক্ষম সময়ে একটু ফাঁকায় থাকতে তাঁকে ফিরতি পাস দেন আলবা। দৌড়ের ওপরই কঠিন কোণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। মিয়ামির হয়ে এ বছর তার গোলসংখ্যা ৩৩ ম্যাচে ২৭।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান টু খেলে গোল করেন মিয়ামির ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। ফিরতি পাস পেয়ে ম্যাচের শেষ গোলটি করেন তিনি। ফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল উইনারের মধ্যে সেমিফাইনালের অপর ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে মিয়ামি।
চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির। ইনজুরি যেন তার নিত্য সঙ্গী। তাতে মিয়ামির হয়ে মিস করেছেন লিগস কাপের কোয়ার্টার ফাইনালসহ সর্বশেষ দুটি ম্যাচ। ফিরলেন সেমিফাইনালের লড়াইয়ে। আর ফিরেই করলেন জোড়া গোল। তাতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে উঠল মিয়ামি।
ম্যাচে অবশ্য শুরুতে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। প্রথমার্ধের যোগ করা সময়ের গোলে তাদেরকে এগিয়ে নেন মার্কো পাসালিচ। মিয়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন বল ‘ক্লিয়ার’ করতে না পারায় সুযোগটা কাজে লাগান অরল্যান্ডোর উইঙ্গার।
মায়ামি খেলায় ফিরে দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান মেসি। সেই সঙ্গে অরল্যান্ডো লেফট ব্যাক ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হয় ১০ জনে পরিণত হয় অরল্যান্ডো। তাতেই ম্যাচে পিছিয়েও পড়ে তারা।
মিয়ামি এগিয়ে যায় ৮৮ মিনিটে। অরল্যান্ডোর বক্সের মাথায় বাঁ পাশ থেকে আলবাকে পাস দিয়ে দ্রুত বক্সে ঢোকেন মেসি। মেসি বক্সে ঢুকতেই একদম মোক্ষম সময়ে একটু ফাঁকায় থাকতে তাঁকে ফিরতি পাস দেন আলবা। দৌড়ের ওপরই কঠিন কোণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। মিয়ামির হয়ে এ বছর তার গোলসংখ্যা ৩৩ ম্যাচে ২৭।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান টু খেলে গোল করেন মিয়ামির ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া। ফিরতি পাস পেয়ে ম্যাচের শেষ গোলটি করেন তিনি। ফাইনালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও সিয়াটল উইনারের মধ্যে সেমিফাইনালের অপর ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে মিয়ামি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে